ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কিউয়ি পেস তোপে শুরুতেই বিপর্যস্ত আফগান শিবির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩২, ৭ নভেম্বর ২০২১ | আপডেট: ১৭:০০, ৭ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১ থেকে সেমিফাইনালের দু'টি দল নিশ্চিত হয়ে গেছে আগের দিনই। এবার সবার নজর গ্রুপ-২-এ। পাকিস্তান ইতিমধ্যেই শেষ চারের টিকিট নিশ্চিত করেছে। তবে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানের লড়াইয়েই নিশ্চিত হতে পারে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কারা খেলবে সেমিফাইনাল। 

নিউজিল্যান্ড যদি আজ আফগানিস্তানকে হারিয়ে দেয়, তাহলে ভারতকে হতাশ করে তারাই পৌঁছে যাবে শেষ চারে। আর আফগানিস্তান জিতলে সুযোগ থাকবে ভারতের সামনে। কোহলিরা সেক্ষেত্রে শেষ ম্যাচে নমিবিয়াকে দাপটের সঙ্গে হারাতে পারলেই সেমিফাইনালে প্রবেশ করবে ভারত। 

অন্যদিকে, আফগানিস্তান যদি বড় ব্যবধানে জেতে এবং ভারত শেষ ম্যাচে হেরে বসে, তবে মহম্মদ নবিরা পৌঁছে যাবেন সেমিফাইনালে। আপাতত ভারতের দৃষ্টিকোণ থেকেই মহা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচ। কেননা, আফগানিস্তান জিতলে তবেই কোহলিদের সামনে সুযোগ থাকবে টুর্নামেন্টে ফেরার। কিউয়িরা জয় তুলে নিলে এক ম্যাচ বাকি থাকতেই ভারতের বিদায় নিশ্চিত হবে যাবে।

আর সেই লক্ষ্যে ইতোমধ্যেই অনেকটা এগিয়ে গেছে নিউজিল্যান্ড। আবু ধাবিতে টস জিতে ব্যাট করতে নামা আফগান শিবিরে শুরুতেই তিন তিনটি আঘাত হেনে কাঁপন ধরিয়ে দিয়েছে ভারতের বুকেও। কিউয়ি পেস তোপে ষষ্ঠ ওভারে মাত্র ১৯ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছে আফগানরা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৮ রান তুলেছে দলটি। নজিবুল্লাহ জাদরান ৩২ রানে এবং মোহাম্মদ নবি ৬ রানে ক্রিজে আছেন। 

নিউজিল্যান্ড দল
কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

আফগানিস্তান দল
মোহাম্মদ নবি (অধিনায়ক), হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, রহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নায়েব, করিম জানাত, রশিদ খান, নবীন উল হক, হামিদ হাসান ও মুজিব উর রহমান।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি