ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতকে বিদায় দিয়ে কী বললেন উইলিয়ামসন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৭, ৭ নভেম্বর ২০২১

কেন উইলিয়ামসন

কেন উইলিয়ামসন

Ekushey Television Ltd.

২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের পর ভারতকে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে দিল নিউজিল্যান্ড। মুখোমুখি ম্যাচে ভারতকে হারানোর পর রোববার আফগানিস্তানকে হারানোয় ভারতের সেমিতে যাওয়ার শেষ আশাও মিটিয়ে দিল কিউয়িরা।

এদিন আবুধাবিতে ৪২ বলে ৪০ রানের ইনিংস খেলে ঠাণ্ডা মাথায় দলকে জিতিয়েছেন কেন উইলিয়ামসন। তবে ম্যাচের পর অবশ্য ভারত নিয়ে কোনও কথা বলেননি কিউয়ি অধিনায়ক। বলেছেন, আফগানিস্তান যে খুব কঠিন দল হবে, সেটা ভেবেই আমরা মাঠে নেমেছিলাম। বল হাতে শুরুটা ভাল করতে পেরে কিছুটা ভাল লেগেছিল। দ্রুত ওদের উইকেট তুলে নিয়ে গড় রানের চেয়েও কমে ওদের আটকে দিই। আমার মতে, এই উইকেটে ১৫০-১৫৫ রান লড়াকু স্কোরই হত। আমাদের দ্রুত উইকেটের সঙ্গে মানিয়ে নিতে হয়েছে।

গ্রুপে হয়তো দ্বিতীয় স্থানে থেকেই পরের পর্বে যাবেন বলেই মনে করছেন নিউজিল্যান্ড অধিনায়ক। সেই মতো তাঁদের মুখোমুখি হওয়ার কথা ইংল্যান্ডের বিপক্ষে। সম্ভাব্য প্রতিপক্ষ সম্পর্কে উইলিয়ামসন বলেন, আমাদের সামনে আরও একটা কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আগের ম্যাচগুলো থেকে আমাদের শিক্ষা নিয়ে দ্রুত এগিয়ে যেতে হবে। ইংল্যান্ড খুবই শক্তিশালী দল।

এর আগে ১১ বল হাতে রেখেই আফগানিস্তানের দেয়া ১২৫ রানের লক্ষ্য ছুঁয়ে ৮ উইকেটের বড় জয় নিয়ে সেমিতে জায়গা পাকা করে নিউজিল্যান্ড। যাতে এক ম্যাচ বাকি থাকতেই চলতি বিশ্বকাপ থেকে বিদায় নেয় আয়োজক ভারত।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি