ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বিশ্বকাপ: সেমিফাইনালে কে কার মুখোমুখি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬, ৮ নভেম্বর ২০২১ | আপডেট: ০৯:০২, ৮ নভেম্বর ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যে চার দল খেলবে রোববার দুপুরে তা নিশ্চিত হয়ে যায়। তবে কে কার মুখোমুখি হবে তা চূড়ান্ত হয় রাতে পাকিস্তান-স্কটল্যান্ডের ম্যাচ শেষে। 

পাকিস্তান চলতি বিশ্বকাপ মঞ্চে কোন ম্যাচ না হেরেই গ্রুপ-২’র গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দাপটের সঙ্গে সেমিতে উঠেছে। শেষ ম্যাচে তারা ৭২ রানে স্কটল্যান্ডকে হারিয়েছে। এই গ্রুপ থেকে রানার্সআপ হয়েছে নিউজিল্যান্ড। 

গ্রুপ-১ থেকে চ্যাম্পিয়ন ইংল্যান্ড, যদিও তারা শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে। রান রেট বেশি থাকায় ইংলিশরা গ্রুপ চ্যাম্পিয়ন। অপরদিকে অস্ট্রেলিয়া রানার্সআপ, সমান ৮ পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে থাকায় অসিরা রানার্সআপ।

বিশ্বকাপ ফরম্যাট অনুযায়ী গ্রুপ-১ চ্যাম্পিয়ন ইংল্যান্ড খেলবে গ্রুপ-২ রানার্সআপ দল নিউজিল্যান্ডের বিপক্ষে। অপরদিকে গ্রুপ-২ চ্যাম্পিয়ন পাকিস্তানের প্রতিপক্ষ গ্রুপ-১ রানার্সআপ দল অস্ট্রেলিয়া। 

১০ নভেম্বর প্রথম সেমিফাইনাল ম্যাচে আবুধাবিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। পরদিন দুবাইয়ে খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া। 

দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান একমাত্র দল যারা সুপার টুয়েলভে অপরাজিত ছিল। ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দেওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও জয় পায় তারা। পরের তিনটি প্রতিপক্ষ ছিল তুলনামূলক সহজ। আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ড। এই তিন দলের বিপক্ষে হেসেখেলে জিতেছে পাকিস্তান।

এই গ্রুপ থেকে নিউজিল্যান্ড শুধুমাত্র পাকিস্তানের কাছেই হেরেছে। এছাড়া ভারত, আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে সহজেই জয় পায় কিউইরা। 

ইংল্যান্ড শুরু থেকেই দাপট দেখাচ্ছিল। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের আগে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে সহজেই হারিয়েছে ইংলিশরা। শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্টও তারা। 
অপরদিকে সুপার টুয়েলভে ইংল্যান্ডের কাছে হার বাদে বাকি চারটি ম্যাচে প্রতিপক্ষকে স্রেফ উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।

উল্লেখ্য, পাকিস্তান এবং ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। কিন্তু নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া একবারও জেতেনি এ শিরোপা। 

আগামী ১৪ নভেম্বর শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ খেলবে সেমিফাইনালে জেতা দুই দল।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি