ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সেমির আগেই ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৮, ৮ নভেম্বর ২০২১ | আপডেট: ২১:২৪, ৮ নভেম্বর ২০২১

জেসন রয়

জেসন রয়

সুপার টুয়েলভের খেলা শেষে জমে উঠেছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লড়াই। বুধবার (১০ নভেম্বর) প্রথম সেমিতে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে ইংল্যান্ড। তবে তার আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড শিবির। চোট পেয়ে ছিটকে গেলেন তারকা ওপেনার জেসন রয়। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের শেষ গ্রুপ ম্যাচে ব্যাট করার সময় পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন জেসন। আশঙ্কা করা হচ্ছিল, তারকা ওপেনারের চোট বেশ গুরুতর। শেষমেশ সেই শঙ্কাটাই সত্য প্রমাণিত হল। পায়ের চোটে চলতি বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন মারকুটে ওপেনার।

যে কারণে তড়িঘড়ি করেই জেসন রয়ের বদলী ক্রিকেটারের নাম ঘোষণা করে ইংল্যান্ড। দলটির বিশ্বকাপ স্কোয়াডে ঢুকে পড়েন জেমস ভিনস, যিনি রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলের সঙ্গেই ছিলেন। আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি রয়ের বদলী হিসেবে ভিনসের দলভুক্তিতে স্বীকৃতিও জানিয়েছে।

চলতি বিশ্বকাপের মাঝেই চোট পেয়ে কোনও ইংল্যান্ড ক্রিকেটারের ছিটকে যাওয়াটা অবশ্য এটাই প্রথম নয়। এর আগে চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তারকা পেসার টিমাল মিলস। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়লেভের ম্যাচে বল করার সময় চোট পান মিলস। পরে বোঝা যায়, তাঁর চোট বেশ গুরুতর। 

মিলস বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় তাঁর বদলি হিসেবে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে ঢুকে পড়েন রিস টপলি। রিজার্ভ ক্রিকেটার হিসেবে তিনিও আগে থেকেই ইংল্যান্ড স্কোয়াডের সঙ্গেই ছিলেন আরব আমিরাতে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি