শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড
প্রকাশিত : ২২:২২, ১০ নভেম্বর ২০২১ | আপডেট: ২২:২৬, ১০ নভেম্বর ২০২১
শুরুতেই দুটি উইকেট তুলে নেন ক্রিস ওকস
প্রথম ওভারে মার্টিন গাপ্টিলকে তুলে নেয়ার পর নিজের দ্বিতীয় ওভারে এসে ক্রিস ওকস ফিরিয়ে দিলেন কেন উইলিয়ামসনকে। আদিল রশিদের হাতে ধরা পড়ে বিদায় নেন কিউয়ি কাণ্ডারি। ১১ বল খেলে মাত্র ৫ রান করেন তিনি। যাতে মাত্র ১৩ রানেই দ্বিতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভারে দলটির সংগ্রহ ২ উইকেটে ৩৬ রান। ওপেনার ডেরিল মিচেল ১২ রানে এবং নতুন ব্যাটার ডেভন কনওয়ে ১৪ রানে ক্রিজে আছেন।
এর আগে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬৬ রান তুলেছে ইংল্যান্ড। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৭ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করে অপরাজিত থাকেন মঈন আলী।
যার ফলে জয়ের জন্য ১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তবে প্রথম ওভারেই মাত্র একটি চার হাঁকিয়ে ওকসের শিকার হয়ে ফেরেন ওপেনার মার্টিন গাপ্টিল। দুই ওভারে মাত্র ৮ রান দিয়েই দুটি উইকেট তুলে নেন ক্রিস ওকস।
এক নজরে দুই দলের একাদশ
ইংল্যান্ড: জস বাটলার (উইকেটরক্ষক), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, ইয়ন মরগ্যান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম বিলিংস, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, মার্ক উড।
নিউজিল্যান্ড: মার্টিন গাপ্টিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।
এনএস//