ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তান দলকে ইমরান খানের সান্ত্বনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৪, ১২ নভেম্বর ২০২১

ইমরান খান

ইমরান খান

Ekushey Television Ltd.

সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের সবগুলোতে জিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিলো পাকিস্তান। শিরোপা জয়ের অন্যতম দাবীদারও ছিলো অপ্রতিরোধ্য দলটি। কিন্তু পাকিস্তানের শিরোপা জয়ের স্বপ্ন সেমিফাইনালের ভেঙ্গে চুরমার করে দিয়েছে অস্ট্রেলিয়া।

কেননা, শেষ চারের ম্যাচে অজিদের কাছে ৫ উইকেটে হেরে যায় পাকিস্তান। আর সেমিফাইনালে গিয়েই বিশ্বকাপ মিশন থমকে যাওয়ায় যারপরনাই হতাশ বাবর আজমের দল। এ অবস্থায় পাকিস্তান দলকে সাহস দিলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। টুইটারে বাবর ও তার দলের প্রতি বার্তা দিয়েছেন বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। 

১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী পাকিস্তানের অধিনায়ক লিখেছেন, ‘বাবর আজম ও দলকে বলছি- এই মুহূর্তে তোমাদের কেমন লাগছে, তা আমি জানি। কারণ ক্রিকেট মাঠে এমন হতাশায় ডুবে যাওয়ার সঙ্গে আমারও পরিচয় আছে। তবে তোমরা যে মানের ক্রিকেট খেলেছো এবং জয়ের পর যে বিনয় দেখিয়েছ, তাতে তোমাদের গর্ব বোধ করা উচিত।’

সেইসঙ্গে বিজয়ী অস্ট্রেলিয়া দলকেও অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি