ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

বিশ্বকাপ ফাইনাল: নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার স্বপ্ন ছোঁয়ার মহারণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ১৪ নভেম্বর ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের মঞ্চে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এই মহারণ দু’দলের জন্যই স্বপ্ন ছোঁয়ার। প্রথমবারের মতো টি-টোয়েন্টির বিশ্বজয়ে মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুত অজি ও কিইউরা। 

ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রোববার রাত ৮টায়।

আইসিসির সংক্ষিপ্ত সংস্করণে প্রথমবারের মতো শিরোপার হাতছানি দুই দলের সামনে। গ্রুপ পর্বের গন্ডি পেরিয়ে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের মঞ্চে নিউজিল্যান্ড।

মার্টিন গাপটিল ও ডেভন কনওয়ের মতো ওপেনার নিজেদের দিনে যেকোনো বোলিং আক্রমণকে গুড়িয়ে দিতে পারে। মিডল অর্ডারে এরইমধ্যে জাত চিনিয়েছেন ডেরিল মিচেল ও জেমস নিশাম।

ফাইনালে গতি দিয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করতে প্রস্তুত ট্রেন্ট বোল্ট, টিম সাউদিরা। ঘূর্নি জাদুতে রান আটকাটে সিদ্ধহস্ত ইশ সোধী। সেই সাথে বাড়তি পাওয়া উইলিয়ামসনের বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব। 

অপরদিকে, অস্ট্রেলিয়ার চোখেও শিরোপা স্বপ্ন। পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টিতে নিজেদের প্রমাণ করেছে অজিরা। ওয়েড ঝড়ে পাকিস্তানের স্বপ্ন ভেঙে ফাইনালে অস্ট্রেলিয়া।

অধিনায়ক অ্যারোন ফিঞ্চ, প্যাট কামিনস, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথের অভিজ্ঞতার সাথে ওয়েডের মারকাটারি ব্যাটিংয়ে স্বপ্ন ছুতে চায় অজিরা। 

মিচেল স্টার্ক, হ্যাজেলউডের গতিময় বোলিংয়ের পাশাপাশি জাম্পার ঘূর্ণি ভোগাতে পারে যেকোনো ব্যাটসম্যানকে। সেইসাথে মিচেল মার্শের ব্যাটিং-বোলিংয়ে শিরোপায় চোখ রাখছে টিম অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারোন ফিঞ্চ বলেন, “আমাদের নিয়ে কেউ কোনো আশা করেনি। কিন্তু আমরা আত্মবিশ্বাসী ছিলাম। আমরা এখানে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এসেছি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দুই দলের দুর্দান্ত ইতিহাস রয়েছে। আমাদের মধ্যে সম্পর্কও খুব ভালো। ফাইনালে খেলাটা রোমাঞ্চকর হবে।”

ওয়ানডে বিশ্বকাপের সবশেষ দুইবারের ফাইনালিস্ট নিউজিল্যান্ড টি-টোয়েন্টির এ সংক্ষিপ্ত ফরম্যাটে প্রথমবার ফাইনাল খেলছে। অতীতে দুইবার ফাইনালে হেরে যাওয়া দলটি এবার আর ভুল করতে নারাজ। 

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেন, “আমরা সঠিক পরিকল্পনা ও সেরা প্রস্তুতি নিয়ে নামবো। কারণ অস্ট্রেলিয়া দলে একাধিক সত্যিকারের ম্যাচ জেতানো ক্রিকেটার আছেন, যারা যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আমাদের সেভাবেই পরিকল্পনা করতে হবে।”

দুই দলের সম্ভাব্য একাদশ

নিউজিল্যান্ড: মার্টিন গাপ্টিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সেইফার্ট (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি।

অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি