ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুই বছর অন্তর বিশ্বকাপ, ২০ ক্লাবের প্রত্যাখ্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৯, ১৪ নভেম্বর ২০২১ | আপডেট: ১৭:৫৪, ১৪ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

চার বছরের পরিবর্তে দুই বছর অন্তর ফুটবলের বিশ্বকাপ আসর আয়োজনে ফিফার পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে প্রিমিয়ার লিগের ২০টি ক্লাব। আন্তর্জাতিক ক্যালেন্ডার নিয়ে আয়োজিত এক সভায় ইংলিশ লিগের ক্লাবগুলো তাদের এমন মতামত জানায়।

এছাড়াও বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থাটির আন্তর্জাতিক সূচির পাঁচটি উইন্ডো কমানোর প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে লিগটির ওই ২০ ক্লাব। 

এ সম্পর্কে প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স এক বিবৃতিতে বলেছেন, ‘২০২৪ ফিফা বিশ্বকাপ পরবর্তী আন্তর্জাতিক ক্যালেন্ডারে যে কোন বড় পরিবর্তনের বিষয়টি কোনভাবেই মেনে নিবে না প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। তাঁরা মনে করে বড় ধরণের এই পরিবর্তনে কার্যত খেলোয়াড়রাই ক্ষতিগ্রস্ত হবে এবং এর ফলে প্রতিদ্বন্দ্বিতা, কাঠামো, ক্যালেন্ডার ও ঘরোয়া ফুটবলের ঐতিহ্য কমে যাবার হুমকি থাকবে।’

ইউরোপীয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা ইতোমধ্যেই ফুটবলের এই পরিবর্তনের বিষয়ে শঙ্কা জানিয়ে বলেছে, এমন হলে ইউরোপীয়ান কোন দেশ বিশ্বকাপে অংশ নিবে না। ফিফা সভাপাতি জিয়ান্নি ইফান্তিনো ও ফিফা ডেভেলপমেন্ট কমিটির প্রধান ও সাবেক আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গারই মূলত দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের একটি প্রস্তাব দেন। যা নিয়ে বিভিন্ন মহলে সমীক্ষা শুরু হয়েছে।

মাস্টার্স বলেন, ‘আমরাও নতুন ধারণা ও পরিকল্পনার পক্ষে। কিন্তু সেই পরিবর্তনগুলো অবশ্যই আন্তর্জাতিক ও ঘরোয়া ফুটবলের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যাতে করে সব পর্যায়ের ফুটবলের উন্নতি হয়। ফিফার এই ধরনের পরিকল্পনায় অবশ্য লীগগুলোর জন্য অর্থপূর্ণ কোন বিষয় থাকতে হবে। কারণ বিশ্বজুড়ে এই লিগই ফুটবলের মূল কাঠামো তৈরি করে দিচ্ছে।’

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদে ভবিষ্যতে যাতে ফুটবলের সর্বোচ্চ উন্নতি বজায় থাকে সেজন্য আমরা সাপোর্টার গ্রুপ, খেলোয়াড়, ঘরোয়া ও আন্তর্জাতিক নীতিনির্ধারকদের সাথে আলোচনা করে একটি সমাধান বের করতে পারি। এজন্য সকলকে নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে।
 
তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার সভাপতি ইনফান্তিনো বলেছেন, প্রতি এক বছর অন্তর একটি করে পুরুষ ও নারী বিশ্বকাপ আয়োজিত হলে তা তরুণ সমর্থকদের ফুটবলের প্রতি আকৃষ্ট করবে। একইসাথে আরও বেশি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এতে প্রতিদ্বন্দ্বিতাও বাড়বে।

এএইচ//এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি