ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অজিদের পিটিয়ে উইলিয়ামসনের অবিশ্বাস্য রেকর্ড!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৮, ১৪ নভেম্বর ২০২১

কেন উইলিয়ামসন

কেন উইলিয়ামসন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে শিরোপার লড়াইয়ে মুখোমুখি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। তবে এবারের আসরে একেবারেই ফর্মে ছিলেন না কিউয়ি কাণ্ডারি। যাও রান করেছেন সেখানে স্ট্রাইক রেট তো ছিল ১০০-র নীচে। সেই অবস্থায় ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেললেন কেন উইলিয়ামসন। সেইসঙ্গে গড়লেন দুর্দান্ত এক নজিরও।

দুবাইয়ে এদিন বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে দুর্দান্ত নজির গড়লেন উইলিয়ামসন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ- এই তিন ফরম্যাটের বিশ্বমঞ্চের নক-আউটেই অর্ধ-শতরান করার রেকর্ড গড়লেন নিউজিল্যান্ড অধিনায়ক। 

একনজরে দেখে নেয়া যাক উইলিয়ামসনের অনন্য নজির-

  • ২০১৯ সালে ৫০ ওভারের বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৬৭ রান করেছিলেন কেন উইলিয়ামসন।

  • ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় ইনিংসে সেই ভারতের বিপক্ষেই অপরাজিত ৫২ রান করেন উইলি। প্রথম ইনিংসে করেছিলেন ৪৯ রান।

  • আর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে করলেন ৪৮ বলে ৮৫ রান। এই ইনিংসে খেলার পথে ১০টি চারের সঙ্গে তিনটি ছক্কা হাঁকান উইলিয়ামসন। যে ইনিংসে চড়ে অজিদের বিপক্ষে ১৭২ রানের চ্যালঞ্জিং স্কোর গড়ে কিউয়িরা।

 

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি