খেলতে গেলে হার-জিত থাকবেই: উইলিয়ামসন
প্রকাশিত : ১৫:৪১, ১৫ নভেম্বর ২০২১
বিশ্বকাপে শিরোপা জয়ের দোড়গোড়ায় গিয়ে আরও একবার স্বপ্ন ভঙ্গ হলো নিউজিল্যান্ড ক্রিকেট দলের। দুবাইয়ে সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে কিইউরা। তবে দলের দলের খেলোয়াড়দের সাফ্যলে খুশি নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি বলেছেন, আমাদের কাজই খেলা, খেলতে গেলে হার-জিত থাকবেই।
২০১৫ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে শিরোপা জিততে পারলো না নিউজিল্যান্ড। ফাইনালে হারে আরও একবার হৃদয়ে রক্তক্ষরণ হলো কিউইদের।
শিরোপা জিততে না পারলেও দলের সাফল্যে খুশি নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। তিনি বলেন, ‘আমরা বড় স্কোর করতে চেয়েছিলাম। কিন্তু উইকেট মন্থর ছিলো। তবে আমরা বেশ কিছু জুটি গড়তে পেরেছি। ভেবেছিলাম যে রান বোর্ডে উঠেছে তা নিয়ে লড়াই করা যাবে। কিন্তু অস্ট্রেলিয়া দুর্দান্তভাবে রান তাড়া করে ফেলেছে, অসাধারণ দল তারা। অস্ট্রেলিয়াকে কৃতিত্ব দিতেই হবে। কত সহজে রান তাড়া করে ফেললো তারা। আমাদের এক ইঞ্চিও জায়গা দেয়নি।’
উইলিয়ামসন আরও বলেন, ‘আমাদের পক্ষে কোন কিছুই হয়নি। কিন্তু এই দল নিয়ে আমি তৃপ্ত। দলের জন্য নিজের সেরাটা দেওয়ার ব্যাপারে প্রত্যেকে অঙ্গীকারাবদ্ধ ছিলো। সাহসী হৃদয়ে খেলেছে। তবে এই হার থেকে ইতিবাচক দিকগুলো নিয়ে আমরা ফিরে আসবো।’
তিনি আরও বলেন, ‘আমাদের কাজই খেলা। খেলতে গেলে হার-জিত থাকবেই। হারের মতো ব্যাপার যে কোনো দিনই ঘটতে পারে। পুরো টুর্নামেন্টে আমরা যেমন ক্রিকেট খেলতে পেরেছি, এরজন্য আমরা গর্বিত। গ্রুপ পর্ব থেকেই দেখেছি, এই প্রতিযোগিতা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। এমন অনেক দলই রয়েছে যাদের এই শিরোপা জেতার সামর্থ্য আছে।’
সবশেষে উইলিয়ামসন জানিয়েছেন, ফাইনালে টস বড় ভূমিকা রেখেছে। মাঠে কিছুটা শিশির পড়েছিল। ফাইনালে অসাধারণ খেলেছে অস্ট্রেলিয়া। জয়ের কৃতিত্ব তাদেরই।’
এএইচ/