ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়া বিশ্বকাপের ৭ ভেন্যু চূড়ান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ১৬ নভেম্বর ২০২১ | আপডেট: ১৭:১২, ১৬ নভেম্বর ২০২১

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল

Ekushey Television Ltd.

আগামী বছরের বিশ্বকাপ শুরু ও শেষের তারিখ চূড়ান্ত করা হয়েছে। সেইসঙ্গে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের ম্যাচগুলো কোন কোন ভেন্যুতে হবে তাও ঠিক হয়েছে।

টুর্নামেন্ট শুরু হবে আগামী বছরের ১৬ অক্টোবর, আর ফাইনাল ১৩ নভেম্বর। বিশ্বকাপে ম্যাচ হবে ৪৫টি।

অস্ট্রেলিয়ার ৭ শহরে বসবে টি-টোয়েন্টির বিশ্ব আসর। অ্যাডিলেইড, ব্রিজবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ ও সিডনিতে উৎসবে মাতবে ক্রিকেট সমর্থকরা।

২০২২ সালের ১৩ নভেম্বর ফাইনাল হবে বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। এছাড়া আগামী ৯ ও ১০ নভেম্বর সেমিফাইনালের ম্যাচ দুটি হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ড ও অ্যাডিলেইড ওভালে।

আসছে জানুয়ারিতে ঘোষণা করা হবে টুর্নামেন্টের বাকি সূচি। টিকিট বিক্রিও শুরু হবে তখন থেকে।

এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভে খেলা সব দলই আগামী বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। তাদের মধ্যে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান সরাসরি খেলবে সুপার টুয়েলভে।

আর ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নামিবিয়া ও স্কটল্যান্ড খেলবে প্রথম রাউন্ডে। এই চার দলের সঙ্গে প্রথম রাউন্ডে খেলবে বাছাই পেরিয়ে আসা চার দল।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি