২০৩১ বিশ্বকাপ হবে বাংলাদেশ-ভারতে
প্রকাশিত : ১৯:০১, ১৬ নভেম্বর ২০২১ | আপডেট: ২০:৩৭, ১৬ নভেম্বর ২০২১
ওয়ানডে বিশ্বকাপ ট্রফি
ফিরে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০১৭ সালের পর ২০২৫ সালে আবারও বসতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ৯ম আসর। যা অনুষ্ঠিত হবে পাকিস্তানে। সেইসঙ্গে মঙ্গলবার (১৬ নভেম্বর) ২০৩১ সাল পর্যন্ত আরও সাতটি টুর্নামেন্টের আয়োজক দেশের নাম ঘোষণা করল আইসিসি। যার মধ্যে নাম আছে বাংলাদেশেরও।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ঘোষণা অনুযায়ী, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত এবং বাংলাদেশ। অবশ্য এর আগেই অর্থাৎ ২০২৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির দশম আসরটি এককভাবেই আয়োজন করবে ভারত। আর তারও আগে ২০২৬ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপেরও আয়োজন করবে এশিয়ার বৃহৎ এই দেশটি।
তাহলে একনজরে দেখে নিন, আইসিসির নতুন টুর্নামেন্টের তালিকা -
-
২০২৪ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে।
-
২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে।
-
২০২৬ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়।
-
২০২৭ সালে একদিনের বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়।
-
২০২৮ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।
-
২০২৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ভারতে।
-
২০৩০ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে।
-
২০৩১ সালে একদিনের বিশ্বকাপ হবে ভারত এবং বাংলাদেশে।
এনএস//