ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

তারুণ্য নির্ভর বাংলাদেশকে নিয়ে সতর্ক বাবর আজম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫, ১৯ নভেম্বর ২০২১

পাকিস্তান অধিনায়ক বাবর আজম

পাকিস্তান অধিনায়ক বাবর আজম

Ekushey Television Ltd.

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান। বিশ্বকাপে চরম ব্যর্থতা ও সিনিয়র খেলোয়াড়রা না থাকলেও বাংলাদেশকে খাটো করে দেখছেন না পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তার মতে, নিজেদের কন্ডিশনে বাংলাদেশ শক্তিশালী দল। তার প্রমাণও তারা দিয়েছে। তাই প্রতিপক্ষকে সহজভাবে নেয়ার অবকাশ নেই।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের আগে বৃহস্পতিবার বাবর বলেন, ‘নিজেদের কন্ডিশনে সহজ প্রতিপক্ষ নয় বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দক্ষতা প্রদর্শন করেছে তারা।’

বিশ্বকাপের আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে বাংলাদেশ। টাইগারদের কাছে নাস্তানাবুদ হওয়া এই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডই শেষ পর্যন্ত বিশ্বকাপের ফাইনাল খেলে। 

বাবর আজম, ঘরের মাটিতে বাংলাদেশ বিশ্বের যেকোন দলকে হারাতে পারে। তাই পাকিস্তানকে আত্মতুষ্টিতে না ভোগার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘স্বাভাবিকভাবেই তারা কিছু খেলোয়াড়কে মিস করছে, কিন্তু যারা দলে আছে তারা সবাই বিপিএল খেলেছে এবং খুব ভালো করতে সক্ষম। আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে যে গতি পেয়েছি তা ধরে রাখতে চাই। একই সাথে, এখানে আমাদের বেঞ্চের শক্তি পরীক্ষা করতে চাই। এই কারণেই আমরা প্রথম ম্যাচের জন্য ১২ সদস্যের দলে চারজন খেলোয়াড় পরিবর্তন করেছি।’

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ধীরগতির ও নিম্নমানের পিচ প্রস্তুত করার জন্য প্রচুর সমালোচনার মুখে পড়েছিলো বাংলাদেশ। সাধারণত লো-স্কোরিং পিচ তৈরি করে বাংলাদেশ। এ বিষয়েও সর্তক বাবর।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলার অতীত অভিজ্ঞতা থেকে বাবর জানান, ম্যাচটি হাই-স্কোরিং হবে না। যেমনটা বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের অভিজ্ঞতার মতো। 

পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমি যা বুঝেছি তাহলো আমরা এখানে সংযুক্ত আরব আমিরাতের মতো হাই-স্কোরিং ম্যাচ পাবো না। আমাদের উইকেটের গুরুত্ব দিতে হবে এবং বোলারদের বুঝতে পারলে ক্রিজে সেট হওয়া যাবে। বিশ্বকাপেও আমাদের পরিকল্পনা ছিল উইকেট হাতে রাখা এবং পরে শেষ সাত বা আট ওভারে রান বাড়ানো।’

তিনি আরও বলেন, ‘চার-পাঁচ বছর আগে আমি বিপিএলে খেলেছি। আমি জানি, এখানে উইকেট ধীর ও নীচু। তবে আমরা আমাদের পরিকল্পনায় অটুট থাকবো।’

বিশ্বকাপের নক আউট পর্বে সেমিফাইনালে হারতে হয়েছিলো পাকিস্তানকে। কিন্তু গত দুই বছরে এই ফরম্যাটে সবচেয়ে ধারাবাহিক দল পাকিস্তান। বাবর নিজেও ফর্মে আছেন এবং বিশ্বকাপেও তা অব্যাহত রেখেছেন। চারটি হাফ সেঞ্চুরিতে আসরের সর্বোচ্চ ৩০৩ রান করেন তিনি।

এই ফর্ম ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী বাবর বলেন, ‘আমি আমার নিজের ফর্ম সম্পর্কে বেশ আত্মবিশ্বাসী এখানে আরও ভাল করার চেষ্টা করবো। তবে আমি সবসময় শিখতে প্রস্তুত এবং প্রতিটি অনুশীলন সেশনে কিছু অতিরিক্ত সময় দেয়ার চেষ্টা করি।’

বাংলাদেশের জনগণের প্রশংসা করে বাবর বলেন, এখানে ভক্তদের কাছ থেকে যে সমর্থন পেয়েছেন, সেটি দুর্দান্ত।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি