ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কলকাতা ময়দানে ফের মর্মান্তিক মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩২, ২২ নভেম্বর ২০২১

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

Ekushey Television Ltd.

খেলার মাঠে ফের মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়ে গেল কলকাতা ময়দানকে। এবার কোচিং ক্যাম্পে অনুশীলনের সময় প্রাণ হারালেন এক ক্ষুদে ফুটবলার। শনিবার (২০ নভেম্বর) এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শ্যামবাজারের এক স্থানীয় প্রশিক্ষণ শিবিরে। 

উত্তর প্রান্তিক ক্লাবের কোচিং ক্যাম্পে অনুশীলন করতে গিয়েছিলেন বছর চোদ্দোর সুকদেব সাহা। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পর অনুশীলনে যোগ দিয়েছিলেন উল্টোডাঙার এই ক্ষুদে বাসিন্দা।

শনিবার অনুশীলনে নামার আগে সুকদেবের শারীরিক অবস্থার খোঁজখবর নেন কোচরা। সুকদেব পুরোপুরি সুস্থ বলে দাবি করায় তাঁকে অনুশীলনে নামার অনুমতিও দেয়া হয়। তবে মূল অনুশীলনের আগে ওয়ার্ম আপ শুরুর পরেই মাঠে লুটিয়ে পড়েন সুকদেব। 

জানা গেছে, ৫০-৬০ গজ দৌড়ানোর পরেই তিনি মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক তাঁকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সূত্র- হিন্দুস্তান টাইমস।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি