ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টসে জিতে ব্যাটে বাংলাদেশ, শুরুতেই পতন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ২৬ নভেম্বর ২০২১ | আপডেট: ১০:৫৩, ২৬ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ম্যাচের শুরুতেই উদ্বোধনি জুটি ভাঙেন পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি। পরপর দুই ইউকেট হারিয়ে পতন দিয়েই শুরু হলো বাংলাদেশের প্রথম টেস্ট যাত্রা।

নতুন করে আত্মবিশ্বাস নিয়ে চট্টগ্রাম টেস্টে মাঠে নামে টিম টাইগার। পাকিস্তানের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে স্বাগতিকরা। সাইফ হাসানকে সাজঘরে ফেরান শাহিন আফ্রিদি। আবিদ আলীর হাতে ক্যাচ দেওয়ার আগে, তিন চারের মারে ১২ বলে ১৪ রান করেন সাইফ। 

এই ম্যাচে বাংলাদেশের ৯৮তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হলো উদীয়মান তারকা ক্রিকেটার ইয়াসির আলি রাব্বির। সাকিব আল হাসান না থাকার কারণে অলরাউন্ডার রাব্বিকেই সুযোগ দেওয়া হলো এই টেস্টে। দীর্ঘদিন দলে থাকার পরও একাদশে সুযোগ না পাওয়া রাব্বির অপেক্ষার প্রহর অবশেষে শেষ হলো। 

এছাড়া পাকিস্তান দলেও টেস্ট ক্যাপ পেয়েছেন আব্দুল্লাহ শফিক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ-  ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৭ রান।

বাংলাদেশ দল
সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন।

পাকিস্তান দল
আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, নওমান আলী, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি, সাজিদ খান।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি