ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাংলাদেশকে ৩৫০ রানেই থামাতে চায় পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৫, ২৬ নভেম্বর ২০২১ | আপডেট: ২০:৩০, ২৬ নভেম্বর ২০২১

উইকেটের জন্য বাবর-রিজওয়ানদের একটা আবেদনের চিত্র

উইকেটের জন্য বাবর-রিজওয়ানদের একটা আবেদনের চিত্র

সেঞ্চুরি হাঁকানো লিটন দাস ও মুশফিকের অনবদ্য জুটিতে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ২৫৩ রান জড়ো করেছে বাংলাদেশ। যে কারণে দিন শেষে স্বাগতিক দলকেই এগিয়ে রাখছে পাকিস্তান। সেইসঙ্গে বাংলাদেশকে আরও ৯৭ রান যোগ করার আগেই গুটিয়ে দেয়ার আশাও প্রকাশ করেছে সফরকারীরা।
 
শুক্রবার সাগরিকায় শুরু হওয়া এই টেস্টের প্রথম সেশনেই চার উইকেট হারানো টাইগাররা বাকি দুই সেশনে কোনো বিপদ ঘটতে দেয়নি। মুশফিকুর রহিম ও লিটন দাসের দৃঢ়চেতা ব্যাটিংয়ে হতাশায় ডুবে যায় পাকিস্তানি বোলাররা। তাইতো স্বাগতিকদেরই এগিয়ে রাখলেন দলটির পেসার হাসান আলী।

তিনি বলেন, ‘আমি মনে করি তারা ভালো অবস্থানে আছে। দিন শেষে আড়াইশ রান করে ফেলেছে। আমরা যদি তাদের ৩৫০ রানে আটকে ফেলতে পারি, তাহলে সেটা দুর্দান্ত হবে। এরপর পিচ যেমন এবং আমাদের ব্যাটাররাও ফর্মে আছে। ইনশাআল্লাহ্‌ আমরাও বড় স্কোর করবো।’

পরের দুই সেশনে সুবিধা করতে না পারলেও প্রথম সেশনে পরিকল্পনা অনুসারেই বল করতে পেরেছেন উল্লেখ করে পাকিস্তানি পেসার বলেন, ‘দেখুন, আমাদের পরিকল্পনা ছিল- যদি আগে বোলিং করতে হয় তাহলে শুরু থেকেই উইকেট নেয়ার। আমরা এই পরিকল্পনায় সফলও ছিলাম। তবে অবশ্যই তাদের প্রশংসা করতে হবে…। যেভাবে মুশফিক ও লিটন ব্যাটিং করেছে।’

যদিও পাকিস্তান এদিন ৪৯ রানে ৪ উইকেট শিকার করে ভীষণ চাপে ফেলে দিয়েছিল বাংলাদেশকে। তবে দুর্দান্ত ব্যাটিং করে পাকিস্তানের নিয়ন্ত্রণ থেকে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন মুশফিক ও লিটন। হাসানের ভাষায়, ‘তারা দুজন আমাদের হাত থেকে ম্যাচটা নিয়ে গেছে। আমার মতে, দুজনই দারুণ ইনিংস খেলেছে। প্রথম সেশনের পর বল ব্যাটে আসা শুরু হয়ে যায়। আমরা ব্রেক থ্রু নিতে পারিনি। তবে টেস্ট ক্রিকেট এমনই। আমরা (দ্বিতীয় দিন) সকালে শুরুতেই উইকেট নিতে চেষ্টা করব।’

এদিকে, টি-টোয়েন্টিতে টানা ব্যর্থ হওয়ায় নানা সমালোচনার শিকার হওয়া লিটন দাস অবশেষে সবকিছুরই জবাব দিলেন নিজের উইলো দিয়েই। চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে নিজের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ডানহাতি ব্যাটার। ২২৫ বলের মোকাবেলায় ১১টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে ১১৩ রান করে অপরাজিত আছেন লিটন দাস। 

মুশফিকও আছেন শতকের পথেই। ১৯০ বলে ১০টি চারে ৮২ রান করে অপরাজিত আছেন মিস্টার ডিপেন্ডেবল। যাতে প্রথম দিনের ৮৫ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ২৫৩ রান, ওই ৪টি উইকেট হারিয়েই।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি