ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

৩৩০ রানে অলআউট বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ২৭ নভেম্বর ২০২১ | আপডেট: ১২:৪০, ২৭ নভেম্বর ২০২১

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৯১ রানে আউট হলেন বাংলাদেশের ব্যাটার মুশফিকুর রহিম। আগের দিন সেঞ্চুরি পাওয়া লিটন দাসের ১১৪ রানের সুবাদে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩৩০ রানে অলআউট হলো বাংলাদেশ।
 
সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ৮৫ ওভারে ৪ উইকেটে ২৫৩ রান করেছিলো বাংলাদেশ। লিটন দাস ১১৩ ও মুশফিক ৮২ রানে অপরাজিত ছিলেন। 

দ্বিতীয় দিন দ্বিতীয় ওভারেই আউট হন লিটন। ২৩৩ বলে ১১টি চার ও ১টি ছক্কায় ১১৪ রান করেন তিনি। অভিষেক টেস্ট খেলতে নামা ইয়াসির আলি ৪ রানের বেশি করতে পারেননি।

সেঞ্চুরির পথে থাকলেও, শেষ পর্যন্ত ৯১ রানে আউট হন মুশফিক। ২২৫ বলে ১১টি চারে নিজের ইনিংস সাজান মুশি। 

বাংলাদেশের লোয়ার-অর্ডারে তাইজুল ইসলাম ১১, আবু জায়েদ ৮ ও শেষ ব্যাটার এবাদত হোসেন শুন্য রানে আউট হন। তবে ৬৮ বলে ৬টি চারে অপরাজিত ৩৮ রান করেন মেহেদি হাসান মিরাজ। 

পাকিস্তানের পেসার হাসান আলি ৫১ রানে ৫ উইকেট নেন। শাহিন শাহ আফ্রিদি ও ফাহিম আশরাফ ২টি করে উইকেট শিকার করেন।  
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি