ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাউদাম্পটনকে উড়িয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬, ২৮ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে সাউদাম্পটনকে ৪-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল।

শনিবার রাতে ম্যাচে একক আধিপত্য ছিল ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের। ম্যাচের ৬৫ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে অন্তত ২০টি শট নেয় তারা। যার মধ্যে সাতটি ছিল লক্ষ্যে, গোল হয়েছে চারটি।

নিজেদের সর্বশেষ ম্যাচে আর্সেনালকে ৪-০ গোলে হারিয়েছিল লিভারপুল। আর এই ম্যাচেও সমান ব্যবধানে জিতেছে দলটি। 

অ্যানফিল্ডে খেলার দ্বিতীয় মিনিটেই দিয়েগো জোতার গোলে লিড নেয় লিভারপুল। আর ৩২ মিনিটে আরেকটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জোতা। পাঁচ মিনিট পরেই দলের হয়ে থিয়েগো গোল করলে ৩-০তে বিরতিতে যায় অলরেডরা। 

দ্বিতীয়ার্ধেও খেলা শুরু হতে না হতেই চতুর্থ গোল পেয়ে যায় লিভারপুল। কর্নার কিকে আর্নল্ডের কাছ থেকে বল পেয়েছিলেন ভার্জিল ফন ডাইক। সেই সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন এই ডিফেন্ডার। 

এরপর ম্যাচের বাকি সময় আর গোলের দেখা মেলেনি।

এই জয়ে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উঠে এলো লিভারপুল। এক ম্যাচ কম খেলা শীর্ষে থাকা চেলসির সংগ্রহও ২৮ পয়েন্ট। সাউদাম্পটন ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রয়েছে ১৪ নম্বরে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি