ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

শেষ মুহূর্তে ভিনিসিউসের গোলে রিয়ালের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ২৯ নভেম্বর ২০২১

লা লিগার শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে নেমে শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। এরপর করিম বেনজেমার গোলে সমতায় ফিরলেও সেভিয়ার বিপক্ষে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল দলটি। তবে ভিনিসিউস জুনিয়রের শেষ মুহূর্তের গোলে শীর্ষস্থান আরও মজবুত করল কার্লো আনচেলত্তির দল। 

রোববার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে লজ ব্লাঙ্কোজরা। রাফা মিরের গোলে সেভিয়া এগিয়ে যাওয়ার পর সমতা টানেন করিম বেনজেমা। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে ভিনিসিউসের গোলে জয় নিশ্চিত হয়।

ঘরের মাঠে ম্যাচের ১২তম মিনিটেই গোল হজম করে বসে রিয়াল। সেভিয়ার হয়ে গোলটি করেন রাফা মির। আর্জেন্টাইন মিডফিল্ডার মার্কোস আকুনার কর্নারে ১২ গজ দূর থেকে হেডে গোলটি করেন অরক্ষিত স্প্যানিশ স্ট্রাইকার রাফা। 

৩২তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান বেনজেমা। সেভিয়া গোলরক্ষক বোনোর ভুলের সুযোগটা নেন করিম বেনজেমা। এডার মিলিতাওয়ের শট তিনি ধরে রাখতে পারেননি। তার হাত ফসকে বল চলে আসে বেনজেমার পায়ে। খুব কাছ থেকে বাঁ-পায়ের শটে জালে পাঠান তিনি।

এবারের লিগে এটি বেনজেমার ১১তম গোল। এই গোলের সুবাদে সমতায় থেকে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে খেলার গতি কমে আসে। তাতে ড্রয়ের পথেই এগোচ্ছিল ম্যাচ। তবে নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে রিয়াল দর্শকদের উচ্ছ্বাসে ভাসান ভিনিসিউস। মিলিতাওয়ের ক্রস ধরে প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে এড়িয়ে এগিয়ে যান তিনি। এরপর জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ২১ বছর বয়সী ফুটবলার।

এবারের লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সতীর্থ বেনজেমার পরেই আছেন ভিনিসিউস। ১৪ ম্যাচে তার গোল ৯টি।

এই জয়ে ১৪ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৩৩। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে তারা। অ্যাটলেটিকোর সমান ২৯ পয়েন্ট পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল সোসিয়েদাদ। সেভিয়ার পয়েন্ট ২৮। 

১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে বার্সেলোনা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি