ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

হাসপাতালে ইয়াসির, বদলি সোহান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ২৯ নভেম্বর ২০২১ | আপডেট: ১২:২৩, ২৯ নভেম্বর ২০২১

পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির বাউন্সারে হেলমেটে আঘাত পেয়ে মাথায় বল লেগে মাঠের বাইরে যেতে বাধ্য হলেন বাংলাদেশের ইয়াসির আলি। শুধু মাঠের বাইরেই নয় হাসপাতালেও নেওয়া হয়েছে তাকে। সেখানে তার স্ক্যান করা হবে।

এদিকে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রিটায়ার হার্ট হয়ে ফেরা ইয়াসিরের ‘কনকাশান (মাথায় আঘাতজনিত সমস্যা) বদলি’ হিসেবে খেলবেন নুরুল হাসান সোহান।

তবে নিয়ম অনুযায়ী, ব্যাটিং করতে পারলেও বোলিং করতে পারবেন না নুরুল।

শাহিনের বাউন্সারে আহত হওয়া ইয়াসির ৭২ বলে ক্রিজে ছিলেন গুরুত্বপূর্ণ ৩৬ রান করে। শাহিনের বাউন্সারটি যতটা উঠবে ভেবেছিলেন ততোটা ওঠেনি বাঁহাতি পেসার আফ্রিদির। শেষ সময়ে চোখ সরিয়ে নেওয়ায় বলের লাইন থেকে সরেও যেতে পারেননি ইয়াসির। পরে পানি পানের বিরতির সময় ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন তিনি।

চতুর্থ দিনের শুরুতে মুশফিক ফিরে গেলে ইয়াসিরকে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন লিটন। এরপর ১১ রান করে ফিরেছেন স্পিনার মেহেদি হাসান। 

প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন দাশ ৩২ রানে ব্যাট করছেন। তাকে সঙ্গ দিচ্ছেন কনকাশান বদলি নুরুল।

মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৪৫ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১১৫ রান করেছে বাংলাদেশ। এতে তাদের লিড দাঁড়িয়েছে ১৫৯ রান।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি