প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পেল পাকিস্তান
প্রকাশিত : ১১:৫৬, ৩০ নভেম্বর ২০২১
পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ফলে সিরিজে ১-০তে পিছিয়ে গেল মমিনুল বাহিনী।
পঞ্চম দিনে অভাবনীয় কিছুর আশা নিয়ে মাঠে নামলেও কিছুই করতে পারেনি বাংলাদেশ। শেষ দিনের প্রথম সেশনেই ম্যাচ শেষ করে দিয়েছে পাকিস্তান। ২০২ রানের লক্ষ্য দুই ওপেরকে হারিয়েই ছুঁয়ে ফেলেছে বাবর আজমের দল।
মঙ্গলবার (৩০ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির পঞ্চম দিনে মাঠে নামে দুদল।
গতদিন ঠিক যেখানে শেষটা টেনেছিল পাকিস্তান শেষ দিনে এসে শুরুটাও সেখান থেকেই করে। শফিক-আবিদ জুটি ধীরে ধীরে দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন। তবে দিনের ১০ম ওভারে আব্দুল্লাহ শফিককে এলবিডাব্লিউ করে ফেরান মেহেদি হাসান মিরাজ। তবে তখন দেরি হয়ে গেছে অনেক। পাকিস্তানের স্কোরবোর্ডে তখন রান সংখ্যা ১৫১। শফিক ১২৯ বলে ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ফিরলেন ড্রেসিংরুমে।
শফিক যখন ফিরলেন জয়ের জন্য পাকিস্তানের তখন দরকার আর মাত্র ৫১ রান। শফিক ফিরলেও দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন আবিদ আলী। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দলের নায়ক আবিদ আলি। মাত্র ৯ রানের জন্য জোড়া সেঞ্চুরি করতে পারেননি তিনি।
এসএ/