ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আট সপ্তাহের জন্য ছিটকে গেলেন নেইমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ৩০ নভেম্বর ২০২১

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

এ বছর আর মাঠে নামা হচ্ছেনা প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। রোববার সেইন্ট-এতিয়েনের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে শেষ মুহূর্তে বাম গোঁড়ালির গুরুতর ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে গেছেন নেইমার। 

পুরোপুরি সুস্থ হয়ে উঠতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে পিএসজি। 

এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, ‘সোমবার রাতে বিভিন্ন পরীক্ষার পর নেইমারের বাম গোঁড়ালির লিগামেন্টে ইনজুরি ধরা পড়েছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে এ ব্যপারে আরও বিস্তারিত জানা যাবে।’

এবারের মৌসুমে পিএসজির হয়ে নেইমার ১৫ ম্যাচের মধ্যে ১৩টিতে মূল একাদশে খেলেছেন। ফ্রান্সের ক্লাবটিতে আসার পর থেকেই গত চার বছর বিভিন্ন ইনজুরিতে ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রাজিল তারকার। রোববার সেইন্ট-এতিয়েনের মাঠে একেবারে শেষ মুহূর্তে তার এই ইনজুরি সত্যিই হতাশাজনক। 

নেইমারের টুইটার এ্যাকাউন্টে সোমবার পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, নেইমার বাম পায়ে প্রেসোথেরাপি বুট পড়ে আছেন। 

এর আগে ম্যাচ শেষে ইন্সটাগ্রামে নেইমার লিখেছিলেন, ‘এটা একজন ক্রীড়াবিদের জীবনে সত্যিই দারুন এক দুর্ভাগ্যের অধ্যায়। আমার জীবনে প্রায়ই এই মুহূর্তগুলো আসছে। বারবারই আমি তা কাটিয়ে সামনে এগিয়ে গেছি। আশা করছি, এবারও আরো বেশি শক্তিশালী ও সাহস নিয়ে মাঠে ফিরতে পারবো।’

ধারণা করা হচ্ছে, ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র ম্যাচে নেইমার দলে ফিরতে পারবেন। গ্রুপ-এ’র রানার্স-আপ হিসেবে ম্যানচেস্টার সিটির পিছনে থেকে পিএসজি ইউরোপীয়ান প্রতিযোগিতার নকআউট পর্ব নিশ্চিত করেছে। 

এদিকে, নেইমারের দল ব্রাজিলও ইতোমধ্যেই বাছাইপর্ব পার করে কাতার বিশ্বকাপের মূল মঞ্চের টিকিট নিশ্চিত করেছে। যদিও বাছাইপর্বে ব্রাজিলের এখনও কয়েকটি ম্যাচ বাকি রয়েছে। আগামী ২৭ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলোতে নেইমারকে দেখা যাবে না। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি