ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

৫০ টাকায় দেখা যাবে ঢাকা টেস্ট 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭, ৩ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচটি মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ৪ ডিসেম্বর থেকে। এ ম্যাচটিও মাঠে বসে উপভোগের সুযোগ পাচ্ছেন দর্শকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সর্বনিম্ন ৫০ ও সর্বোচ্চ ৫০০ টাকায় খেলা দেখার সুযোগ দিচ্ছে।

ক্রীড়াপ্রেমীরা শুক্রবার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

এক বিবৃতিতে টিকিটের বিষয়ে ঘোষণা দেয় বিসিবি। ৫ ক্যাটাগরির টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে বুথ।

করোনাভাইরাসের ডাবল ডোজ টিকা নেওয়া ব্যাক্তিরা খেলা দেখার সুযোগ পাবেন। ম্যাচের দিন মাঠে প্রবেশের সময় টিকা সার্টিফিকেট দেখাতে হবে। ১৮ বছরের কম বয়সীদের টিকার সার্টিফিকেট লাগবে না।

৫ ক্যাটাগরির টিকিট হলো- গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০, ভিআইপি স্ট্যান্ড ৩০০, ক্লাব হাউজ ২০০, সাউদার্ন-নর্দার্ন স্ট্যান্ড ১০০ ও ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারি ৫০ টাকা।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি