ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

জানুয়ারিতে নির্ধারিত হবে ডমিঙ্গোর ভাগ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪১, ৪ ডিসেম্বর ২০২১ | আপডেট: ২২:৪৮, ৪ ডিসেম্বর ২০২১

বিশ্বকাপ ব্যর্থতার পর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। তবে সাফল্যের দেখা নেই এখানেও। বাংলাদেশের হেড কোচ হিসেবে রাসেল ডমিঙ্গোর অবস্থান তাই বেশ নড়বড়েই বটে। এরই মাঝে তাকে বরখাস্ত করার গুঞ্জন উঠলেও বিসিবি সভাপতি জানালেন জানুয়ারিতেই নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

ডোমিঙ্গো মূলত প্রশ্নবিদ্ধ হন বিশ্বকাপ ব্যর্থতার পরেই। তবুও তাকে বহাল রাখে বিসিবি। সঙ্গে টিম ডিরেক্টর হিসেবে কর্তৃত্ব তুলে দেয়া হয় খালেদ মাহমুদ সুজনের হাতে। তবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজই বাংলাদেশের ড্রেসিংরুমে শেষ সিরিজ হয়ে যেতে পারে প্রোটিয়া এই কোচের!

যদিও শনিবার বিষয়টা পুরোপুরি খোলাসা করেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে ডমিঙ্গোকে রাখা, না রাখার বিষয়ে জানুয়ারিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।

ডমিঙ্গোকে নিয়ে বিসিবি সভাপতি এদিন বলেন, ‘এই মুহূর্তে যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলব- তাকে নিয়ে আগে যে চিন্তা-ভাবনা ছিল, সেটাই আছে। আমরা বিশ্বকাপের রিপোর্টের অপেক্ষা করছি। আমি কোচ এবং খেলোয়াড়দের মধ্যে দূরত্বের বিষয়টি শুনেছি। কিন্তু কেউ আমাকে কিছু বলেনি। আপনি যদি সমস্যার গভীরে যেতে না পারেন, তবে সমস্যা সমাধান হবে না। আমরা জানুয়ারিতে এসব বিষয়ে সিদ্ধান্ত নিব।’

করোনার কারণে কোচ পাওয়া কঠিন। ডমিঙ্গোকে ছেঁটে ফেলতে চেয়েও নানাভাবে ভাবতে হচ্ছে বিসিবিকে। এমনটাই বললেন নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে ডমিঙ্গো আমাদের জানায়, সে খুব ভালো একটা অফার পেয়েছে, চলে যেতে চায়। জানতে চাচ্ছিল আমরা চুক্তি বাড়াব কিনা। চুক্তি বাড়ালে সে থাকবে। চুক্তি না বাড়ালে থাকবে না, ওই জায়গায় প্রতিশ্রুতি দিয়ে দিবে। তখন যতটুকু সম্ভব খোঁজাখুঁজি করেছিলাম। পরে সিদ্ধান্তে আসলাম- এই সময়ের মধ্যে আমরা কোনো কোচ পাব না। যদি পাইও, বিশ্বকাপের আগমুহূর্তে বা পরপরই নতুন কোচ আনা নিয়ে দ্বিধায় ছিলাম।’

বিসিবি বস আরও যোগ করেন, ‘বেশিরভাগ কোচ যাদের পাচ্ছিলাম তারা আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আসতে পারবে না। তাই সবকিছু চিন্তা করে বোর্ড সিদ্ধান্ত নিল তাঁর চুক্তি বাড়িয়ে নেয়া হোক। ইতোমধ্যে বাড়িয়েও নিয়েছি।’

এদিকে, আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য শনিবার সন্ধ্যায় ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যে দলে না চাইতেও রাখা হয়েছে সাকিবকে। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। 

তবে জানা গেছে, ঢাকা টেস্ট শেষ করে আগামী ৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে টাইগাররা। তাউরাঙ্গা ও ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে সিরিজের দুটি টেস্ট ম্যাচ। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি