ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

প্রথম ভারতীয় হিসেবে অশ্বিনের দুরন্ত নজির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০১, ৫ ডিসেম্বর ২০২১

রবিচন্দ্রন অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিন

ইংল্যান্ড সফরে সুযোগ না পেলেও ঘরের মাঠে কিউয়িদের বিপক্ষে স্বমহিমায় রবিচন্দ্রন অশ্বিন। বর্তমান সময়ে মতান্তরে বিশ্বের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। প্রতি ম্যাচেই একের পর এক রেকর্ড ভাঙছেন, গড়ছেন ভারতীয় স্পিন জাদুকর। 

নিউজিল্যান্ডের বিপক্ষে কানপুরেই হরভজন সিংকে পিছনে ফেলে টেস্টে ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন অশ্বিন। এবার মুম্বাইয়ে আরেক নজির গড়ে ভজ্জির পাশপাশি অনিল কুম্বলেকেও পিছনে ফেলে দিলেন তিনি।

৪০০-র অধিক টেস্ট উইকেট নেয়া বোলারের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারেনা আসলেই। ঘরের মাঠে স্পিন সহায়ক পিচে অশ্বিনের থেকে সাংঘাতিক বোলার সম্ভবত বিশ্ব ক্রিকেটে নেই। নিউজিল্যান্ড সিরিজে দলে কামব্যাক করেই ফের স্বমহিমায় দেখা গেছে ৩৫ বছর বয়সী তারকা বোলারকে। 

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে কিউয়িদের নাস্তানাবুদ করার পর দ্বিতীয় ইনিংসেও ফের অশ্বিন ঘূর্ণিতে নাকাল টম লাথামরা। ৫৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে তৃতীয় দিন পার করেছে সফরকারীরা। যার মধ্যে তিনটিই গেছে অশ্বিনের ঝুলিতে।

এই দ্বিতীয় ইনিংসেই প্রথম ভারতীয় বোলার হিসেবে চারবার (২০১৫, ২০১৬, ২০১৭, ২০২১) এক বছরে ৫০ বা তার বেশি উইকেট নেয়ার কৃতিত্ব গড়লেন অশ্বিন। কুম্বলে (১৯৯৯, ২০০৪, ২০০৬) এবং হরভজন (২০০১, ২০০২, ২০০৮) তিনবার এক বছরে পঞ্চাশোর্ধ্ব উইকেট নিয়েছিলেন। এবার এই দুই কিংবদন্তি স্পিনারকেও ছাড়িয়ে গেলেন অশ্বিন। 

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি