ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ইনিংস হার এড়াতে লড়ছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৬, ৮ ডিসেম্বর ২০২১

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে ইনিংস হার এড়াতে লড়ছে বাংলাদেশ। ফলো অনে পড়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে পঞ্চম ও শেষ দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৪ উইকেটে ৯৪ রান তুলেছে বাংলাদেশ। ইনিংস হার এড়াতে আরও ১১৯ রান করতে হবে বাংলাদেশকে।

ফলো অনে পড়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৫ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

দুই ওপেনার সাদমান ইসলাম ২ ও অভিষেক টেস্ট খেলতে নামা মাহমুদুল হাসান জয় ৬ রান করে ফিরেন। তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত ৬ ও অধিনায়ক মোমিনুল হক ৭ রান করে ফিরেন। এরপর পঞ্চম উইকেটে হাল ধরে প্রতিরোধ গড়ে মধ্যাহ্ন-বিরতির আগ পর্যন্ত আর উইকেট পড়তে দেননি মুশফিকুর রহিম ও লিটন দাস। 

বাংলাদেশের পতন হওয়া এই চারটি উইকেট ভাগাভাগি করে নেন পাকিস্তানের দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলি।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি