ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শেষ মুহূর্তে না আসার সিদ্ধান্ত নিল মালয়েশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩, ১২ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি ১৪ ডিসেম্বর শুরু হচ্ছে ঢাকায়। কিন্তু টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে না মালয়েশিয়া। দেশটির জাতীয় হকি দলের একজন খেলোয়াড়ের করোনা পজিটিভ হওয়ায় শেষ মুহূর্তে পুরো দলকেই না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া।

মালয়েশিয়ার নিয়ম হচ্ছে, করোনায় কেউ আক্রান্ত হলে পুরো দলকেই কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই নিয়মের কারণেই দেশটি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।
 
তিনি বলেন, মালয়েশিয়া আমাদের সঙ্গে এ বিষয়ে কথাবার্তা বলে আসছিল। কোয়ারেন্টাইন শেষ করে তারা এলে আমরা যথাসময়ে টুর্নামেন্ট শেষ করতে পারব না। তারা কোয়ারেন্টাইনের নিয়ম শিথিল করার জন্য মালয়েশিয়ান রাজার কাছে আবেদন করেছিল। কিন্তু রাজা সে আবেদন প্রত্যাখ্যান করেছেন।

তিনি আরও বলেন, বিষয়টি এশিয়ান হকি ফেডারেশনকে জানানো হয়েছে। মালয়েশিয়াকে বাদ দিয়ে নতুন সূচি তৈরি করে টুর্নামেন্ট আয়োজনের পরামর্শ দেয়া হয়েছে।’

আগের সূচি অনুযায়ী মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আগামী ১৪ ডিসেম্বর উদ্বোধনী দিনে এশিয়ার র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা মালয়েশিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। 

টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্য দেশগুলো হচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত ও পাকিস্তান।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি