ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিলবাওকে হারিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪, ১২ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলে জিতেছে সেভিয়া। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি। 

শনিবার রাতে ম্যাচের ৩৮তম মিনিটে এগিয়ে যায় সেভিয়া। দলের হয়ে গোল করেন টমাস ডেলানি। প্রথমার্ধে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সেভিয়া। 

দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হলে ওই গোলেই ব্যবধান গড়ে জয় নিশ্চিত হয় সেভিয়ার। ১৬ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৪। আর ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। 

অ্যাথলেটিকো বিলবাওয়ের অবস্থান টেবিলের ১০ নম্বরে। তাদের পয়েন্ট ২১।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি