ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নারী বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানকে ডিএল মেথডে হারিয়েছে ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৪, ২৮ জুন ২০১৭

নারী বিশ্বকাপ ক্রিকেটে বৃষ্টি বিঘিœত ম্যাচে পাকিস্তানকে ডিএল মেথডে ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড।
কার্টেল ওভারে ২৯ ওভার দুই বলে জয়ের জন্য ২১৫ রানের লক্ষ্য দাঁড়ায় পাকিস্তানের। কিন্তু ৩ উইকেট হারিয়ে মাত্র ১০৭ রান তোলে তারা। এতে ১০৭ রানের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তানের মেয়েরা। আয়েশা জাফর ৫৬ রানে অপরাজিত থাকেন। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৭৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। দলের পক্ষে হিদার নাইট ১০৬ আর নাতালি স্কিভার করেন ১৩৭ রান। পাকিস্তানের পক্ষে আসমাভিয়া ইকবাল নেন ৩টি উইকেট।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি