নভেম্বরের সেরা হতে পারলেন না নাহিদা
প্রকাশিত : ০৯:২৬, ১৪ ডিসেম্বর ২০২১
বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্লেয়ার অব দ্য মান্থের নভেম্বরের সেরা হতে পারলেন না বাংলাদেশের নারী ক্রিকেটার বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার। নারী ক্যাটাগরিতে নভেম্বরের সেরা খেলোয়াড় হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ম্যাথিউস।
নভেম্বরের সেরা হবার দৌড়ে নারী ক্রিকেটাদের সংক্ষিপ্ত তালিকায় নাহিদার সাথে ছিলেন পাকিস্তানের আনাম আমিন ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।
পুরুষ ক্যাটাগরিতে নভেম্বর মাসের সেরা খেলোয়াড় হয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ওয়ার্নারের সাথে লড়াইয়ে ছিলেন পাকিস্তানের ওপেনার আবিদ আলি ও নিউজিল্যান্ড পেসার টিম সাউদি।
নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের আগে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুন পারফরমেন্স করেছিলেন নাহিদা। তিন ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন তিনি। বোলিং গড় ছিলো ৪ দশমিক ৮১। সিরিজের দ্বিতীয় ম্যাচে ২১ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। ওই ম্যাচে ৭২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বিশ্বকাপ বাছাই পর্বে ৪ ম্যাচে ৫ উইকেট নেন নাহিদা।
আর পুরুষ ক্যাটাগরিতে সেরা হওয়া ওয়ার্নার টি-টোয়েন্টি বিশ্বকাপে আলো ছড়িয়েছেন। নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের চারটি ম্যাচ খেলেছিলেন তিনি। সুপার টুয়েলভে বাংলাদেশের বিপক্ষে ১৮, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৮৯ রান করেন ওয়ার্নার।
আর সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৪৯ ও ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৩ রান করেছিলেন ওয়ার্নার। বিশ্বকাপে ৬৯ দশমিক ৬৬ গড় ও ১৫১ দশমিক ৪৪ স্ট্রাইক রেটে ২০৯ রান করেছিলেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ে প্রধান ভূমিকা রাখেন তিনি।
নারীদের ক্যাটাগরিতে সেরা হওয়া ম্যাথিউস নভেম্বরে চার ওয়ানডেতে ১৪১ রান ও ৯ উইকেট নেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের প্রথম ম্যাচে করেন ৫৭ রান ও ৩ উইকেট নেন তিনি। আর দ্বিতীয় ম্যাচেও পান ২৬ রানে চার উইকেট নেন ম্যাথিউস।
এএইচ/