ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ফের বাংলাদেশে আসছে আফগানিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২২, ১৪ ডিসেম্বর ২০২১

২০১৯ সালের পর আবারও বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। এবারের সফরে কোন টেস্ট না থাকলেও তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানরা। যার মধ্যে ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ।

সোমবার ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজের সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে কোনও সিরিজেরই সময়সূচি নিশ্চিত করেনি এসিবি। এমনকি বাংলাদেশের বিপক্ষে সিরিজেরও দিনক্ষণ জানায়নি বোর্ডটি। 

এদিকে, আগামী ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ধারণা করা হচ্ছে, বিপিএল শেষেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ অনুষ্ঠিত হতে পারে। 

সে অনুযায়ী, আসন্ন ২০২২ সালের ফেব্রুয়ারিতেই দলটি বাংলাদেশে আসবে বলেই জানা গেছে।

এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল আফগানিস্তান ক্রিকেট দল। সেবার সফরে একটি টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলেছিলো আফগানরা। টেস্টটি অবশ্য হেরে যায় বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নেয় রশিদ খান, মোহাম্মদ নবীরা।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি