ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিউজিল্যান্ডে জাতীয় সঙ্গীত গাইলেন টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১১, ১৬ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৯:৩৬, ১৬ ডিসেম্বর ২০২১

ক্রাইস্টচার্চে পতাকা হাতে নিয়ে জাতীয় সংগীত গাইলেন ক্রিকেটাররা

ক্রাইস্টচার্চে পতাকা হাতে নিয়ে জাতীয় সংগীত গাইলেন ক্রিকেটাররা

Ekushey Television Ltd.

আজ ১৬ ডিসেম্বর। বাংলাদেশের মহান বিজয় দিবস। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালের এইদিনে দেশকে স্বাধীন করে বীর বাঙালি। সেই সঙ্গে এবার দেশের বিজয়ের ৫০ বছরও পূর্ণ হল।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হচ্ছে সারা দেশ জুড়ে। এই উদযাপনে দেশে থাকতে না পারলেও নিউজিল্যান্ডের মাটিতে পতাকা হাতে জাতীয় সংগীত গেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। 

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ক্রাইস্টচার্চে অবস্থান করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বৃহস্পতিবার ক্রাইস্টচার্চের হাগলি ওভাল পার্কে অনুশীলনে নামে বাংলাদেশ দল। কিন্তু বৃষ্টির কারণে মাঠে অনুশীলন করতে পারেনি টাইগাররা।

তবে সকালে মাঠে একত্র হয়ে দাঁড়িয়ে দেশের পতাকা হাতে নিয়ে জাতীয় সংগীত গেয়ে বিজয় দিবস উদযাপনে শরিক হন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

এদিকে, দুটি অনুশীলন ম্যাচ খেলার পর স্বাগতিকদের বিপক্ষে সরাসরি টেস্ট খেলবে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে। আর ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশের টেস্ট দল 
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ফজলে মাহমুদ, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, আবু জায়েদ চৌধুরি, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি