ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও রুম কোয়ারেণ্টাইনে বাংলাদেশ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৫, ১৭ ডিসেম্বর ২০২১

টিম বাংলাদেশ

টিম বাংলাদেশ

Ekushey Television Ltd.

অনুশীলনের অনুমতি পাওয়া বাংলাদেশ দলকে আবারও কোয়ারেণ্টাইনে পাঠানো হয়েছে। ম্যানেজড আইসোলেশন অ্যান্ড কোয়ারেণ্টাইনের অধীনে (এমআইকিউ) নিউজিল্যান্ডে নতুন করে আরও ৩ দিন কোয়ারেন্টাইন পালন করতে হবে বাংলাদেশ দলকে। 

নিউজিল্যান্ড থেকে দলের ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের কোভিড টেস্টের রেজাল্ট পজিটিভ আসায় স্থানীয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে নিউজিল্যান্ডে প্রথম ৭ দিন কঠোর রুম কোয়ারেণ্টাইন করার কথা ছিল বাংলাদেশ দলের। সেক্ষেত্রে ৭ দিন পর অনুশীলনের পাশাপাশি কোয়ারেণ্টাইন পালন করতে হত।

কিন্তু অনুশীলনের অনুমতি দেয়ার পর হুট করে আবারও রুম কোয়ারেণ্টাইনে পাঠানো হয়েছে ক্রিকেটারদের। নাফিস বলেন, ‘আমাদের অনুশীলন কয়েকদিনের জন্য বন্ধ রাখতে বলা হয়েছে। একজন কোচিং স্টাফের পজিটিভ হওয়া ছাড়াও অনিবার্য কিছু কারণে সরাসরি নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে এই নির্দেশনা এসেছে। আমাদের আরেকটি কোভিড টেস্ট বাকি রয়েছে। তিনটা টেস্ট করেছি। কোয়ারেণ্টাইনের ৯ম দিনে আরেকটি পরীক্ষায় সবাই নেগেটিভ আসলে আমরা ছাড়পত্র পাব।’

নাফিসের দাবি, ১০ দিন কোয়ারেণ্টাইনের নিয়ম ছিল আগে থেকেই। তবে প্রথম ৭ দিন ছিল এমআইকিউয়ের অধীনে। তার ভাষায়, ‘আগে থেকেই ১৪ দিনের কোয়ারেণ্টাইনের নিয়ম ছিল। সফরে আসার আগে আলোচনার মাধ্যমে ৭ দিন করা হয়। এটাও আসলে ১০ দিনেরই। ৭ দিন এমআইকিউয়ের অধীনে, বাকি ৩ দিন অনুশীলন করলেও হোটেলে ফিরে আইসোলেশনে থাকতে হত। এখন এই ৩ দিনও হয়ত এমআইকিউয়ের অধীনেই থাকতে হবে। গতকাল আমরা অনুশীলনের অনুমতি পেয়েছিলাম। আজ সরকারের দিক থেকে সেটা নিষেধ করা হয়েছে।’ 

নিউজিল্যান্ড সফরে যাওয়ার সময় দলের কয়েকজন সদস্যের কাছাকাছি ছিলেন এক করোনা পজিটিভ যাত্রী। এই তথ্য পাওয়ার পর নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় বাড়তি সতর্কতা অবলম্বন করে। ইতোমধ্যে সেই ৯ সদস্যের একজন স্পিন কোচ রঙ্গনা হেরাথ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। যদিও বাকিরা সর্বশেষ করোনা পরীক্ষায় করোনা নেগেটিভ হয়েছেন।

হেরাথের বিষয়ে নাফিস বলেন, ‘হেরাথ ভালো আছে। ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আমাদের টিম নিয়মিত যোগাযোগ করছে। সুজন ভাই আছেন, আমি আছি। আশা করছি শীঘ্রই তাকে আমাদের সাথে পাব।’ 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি