ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মার্টিনেলের জোড়া গোলে আর্সেনালের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯, ১৯ ডিসেম্বর ২০২১

ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে আর্সেনাল। লিডস ইউনাইটেডের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে তারা। চলতি মৌসুমে এটি তাদের দশম জয়।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে খেলার ১৬ মিনিটে মার্টিনেলের গোলে লিড পায় আর্সেনাল। ২৮তম মিনিটে মার্টিনেল আরও একটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। 

আর ম্যাচের ৪২তম মিনিটে সাকা গোল করলে ৩-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় গার্নাসরা। 

দ্বিতীয়ার্ধে ৭৫তম মিনিটে পেনাল্টি থেকে ডিয়াস বেলোলি গোল করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি তারা। 

৮৪তম মিনিটে আর্সেনালের হয়ে চতুর্থ গোলটি করেন মিডফিল্ডার স্মিথ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি