ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিলামে ম্যারাডোনার বাড়ি-গাড়ি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ২০ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার বাড়ি-গাড়িসহ জীবদ্দশায় ব্যবহৃত ৮৭টি জিনিস নিলামে তোলা হয়েছে। 

রোববার থেকে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘টেন অকশনে’ শুরু হয়েছে এই নিলাম।

এই নিলামের আয়োজক আদ্রিয়ান মার্সেডো এএফপিকে জানিয়েছেন, অন্তত ১ হাজার ১২০ জন ক্রেতা এই নিলামে বিড করার জন্য রেজিস্ট্রেশন করেছেন। এই নিলামে ৫০ ডলার থেকে শুরু করে ৯ লাখ ডলার পর্যন্ত ভিত্তিমূল্য রাখা হয়েছে।

আর্জেন্টাইন কিংবদন্তির উত্তরসূরিদের সঙ্গে সমঝোতা চুক্তি করেই আয়োজন করা হয়েছে এই নিলাম, জানান আদ্রিয়ান। 

তবে ম্যারাডোনার ব্যবহৃত সবকিছুই নিলামে তোলা হবে না। ফুটবল কিংবদন্তির হৃদয়ের খুব কাছে এবং আবেগপূর্ণ জিনিসগুলো নিজেদের কাছেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার সন্তানরা।

এই নিলামে সবচেয়ে বেশি ৯ লাখ ডলার ভিত্তিমূল্য রাখা হয়েছে বাবা-মাকে উপহার দেওয়া ম্যারাডোনার বাড়িটি। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ারসের খুব কাছেই অবস্থিত বাড়িটি আশির দশকে কিনেছিলেন ম্যারাডোনা। আমৃত্যু সেই বাড়িতেই থেকেছেন ম্যারাডোনা।

এছাড়া ২ লাখ ২৫ হাজার ডলার ভিত্তিমূল্য ধরা হয়েছে ম্যারাডোনার একটি বিএমডব্লিউ গাড়ির। সেই গাড়ি নিয়ে একবার ফুটবল মাঠেই ঢুকে পড়েছিলেন তিনি। অন্য আরেকটি বিএমডব্লিউর মূল্য ধরা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ডলার। 

শুধু তাই নয়, ম্যারাডোনার ব্যবহৃত সিগারেট ও ছাইদানি, নেক টাইও তোলা হয়েছে নিলামে।

নিলাম থেকে প্রাপ্ত অর্থ ম্যারাডোনার উত্তরসূরিরা পাবেন না। এসব অর্থ খরচ করা হবে ভূ-সম্পত্তির ঋণ পরিশোধ ও অন্যান্য ব্যয় বহনের জন্য। 

তবে, কোনো জিনিস যদি অবিক্রিত থেকে যায়, সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি