ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

উড়তে থাকা রিয়ালকে রুখে দিল কাদিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ২০ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১০:১৫, ২০ ডিসেম্বর ২০২১

লা লিগায় হোঁচট খেলেছে রিয়াল মাদ্রিদ। রক্ষণাত্মক খেলে লিগের সফলতম ক্লাবটিকে আটকে দিয়েছে কাদিস। ৩৬টি শট নিয়েও কাদিসের দেয়াল ভাঙতে পারলেন না বেনজেমা-ভিনিসিউস জুনিয়ররা। তাতে টানা ১০ জয়ের পর পয়েন্ট হারালো কার্লো আনচেলত্তির দল।

রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে ম্যাচটি। অথচ আগের সফরে রিয়ালের মাঠে জিতেছিল কাদিস।

ম্যাচে ৮২ শতাংশ সময় বল রিয়ালের দখলে ছিল। তাদের ৩৬ শটের মধ্যে মাত্র ৯টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৪ শটে একটিও লক্ষ্যে রাখতে পারেনি কাদিস।

শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। তবে বলার মতো সুযোগ তৈরি করতে পারেনি। সপ্তদশ মিনিটে বেনজেমার এবং ২৩তম মিনিটে ভালভেরদের দূর থেকে নেওয়া জোরালো শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক জেরেমিয়াস লেদেসমা। 

প্রথমার্ধের বাকি সময়েও একইভাবে খেলে রিয়াল। তবে তাদের আক্রমণে ছিল না ধার, ফলে আর কোনো সুযোগও তৈরি করতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধে এসে গোল তুলে নিতে মরিয়া হয়ে উঠে রিয়াল। কিন্তু কাদিসের কৌশলের কারণে ডি-বক্সেই ঢুকতে পারছিল না বেনজেমা-ভিনিসিউসরা। ৫৬তম মিনিটে এডেন হ্যাজার্ডের হেড ঠেকিয়ে দেন কাদিস গোলরক্ষক, তিন মিনিট পর ভিনিসিয়াস শট ঠেকিয়ে দেন তিন।

অতিরক্ষণাত্মক খেলে কাদিসও সুযোগ পেয়েছিল। ৭৪তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে আলভারো নেগ্রেদোর শট পোস্ট ঘেঁষে বাইরে গেলে বেঁচে যায় রিয়াল।

শেষ দিকে বিপজ্জনক পজিশনে ফ্রি কিক পায় রিয়াল। বেনজেমার শট ঠেকিয়ে দলকে মূল্যবান পয়েন্ট এনে দেন গোলরক্ষক লেদেসমা। তাতে ৪০০তম ম্যাচ খেলার মাইলফলক ছোঁয়ার দিনটাকে রাঙাতে পারেননি বেনজেমা।

পয়েন্ট হারালেও ১৮ ম্যাচ খেলে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল বেতিস। এক ম্যাচ কম খেলা সেভিয়া ৩৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

১৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে বার্সেলোনা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি