ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে ওঠার শেষ লড়াই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭, ২১ ডিসেম্বর ২০২১ | আপডেট: ০৮:৩৮, ২১ ডিসেম্বর ২০২১

ফেভারিট দল ভারত

ফেভারিট দল ভারত

Ekushey Television Ltd.

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে যাচ্ছে কোন দুই দল তা আজই জানা যাবে। প্রথম সেমিফাইনালে কোরিয়ার প্রতিপক্ষ পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে খেলবে আসরের অন্যতম ফেভারিট দল ভারত।

মঙ্গলবার সেমিফাইনালের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে মওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়ামে।

রাউন্ড রবিন লীগ পর্বে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হিসেবে সেমিফাইনালে উঠেছে ভারত। অপরদিকে পাকিস্তানের সমান সমান ৫ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে চতুর্থ দল হিসেবে শেষ চারে স্থান পায় জাপান। 

লীগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করার পর আর পেছনে ফিরে অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী ভারতকে। পরের ম্যাচে তারা স্বাগতিক বাংলাদেশকে ৯-০ গোলে, পাকিস্তানকে ৩-১ গোলে এবং জাপানকে ৬-০ গোলে হারিয়ে গ্রুপ সেরার আসন নিশ্চিত করে। 

এদিকে জাপান তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে গোল শূন্য ড্র করার পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গেও ৩-৩ গোলে ড্র করে। তবে তৃতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৫-০ গোলে হারায় তারা। চতুর্থ ম্যাচে শক্তিশালী ভারতের সামনে দাঁড়াতেই পারেনি জাপানিরা। পরাজিত হয়েছে ০-৬ গোলে। 

সেমিফাইনালকে সামনে রেখে ভারতীয় গোলরক্ষক সুরাজ কারেকার জানান, প্রতিটি ম্যাচেই তারা নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছেন। 

তিনি আরও বলেন, ‘প্রতিযোগিতার সবগুলো ম্যাচই আমাদের কাছে সমান গুরুত্বের। কোন দলকেই হালকাভাবে নেয়ার সুযোগ নেই। সেমিফাইনাল খুবই গুরুত্বপূর্ণ, আমরা এজন্য প্রস্তুত। ম্যাচে আমরা নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করব।’

পরিসংখ্যানের আলোকে জাপানের বিপক্ষে ভারত পরিষ্কার ফেভারিট। জাপানিরা সর্বশেষ ভারতকে হারিয়েছে ২০১৩ সালে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ২-১ গোলের ওই জয়ের পর ভারতের বিপক্ষে ১৮ ম্যাচের ১৭টি হেরেছে তারা। চলতি আসরের লীগ পর্বেও ভারত ৬-০ গোলে জয়লাভ করেছে। 

সাম্প্রতিক পারফর্মেন্সের বিচারে কোরিয়ার বিপক্ষে এগিয়ে রযেছে পাকিস্তান। ২০১৩ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ জয় পেয়েছিল কোরিয়া। ওই ম্যাচে ২-১ গোল জয় পায় কোরিয়া। পরবর্তী ৭ ম্যাচের ৫টিতে জয়লাভ করে পাকিস্তান। ড্র হয়েছে বাকি দুই ম্যাচ। 

ঢাকায় চলমান আসরের লীগ পর্বেও ৩-৩ গোলে ড্র করেছে দল দুটি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি