করোনায় আক্রান্ত রাফায়েল নাদাল
প্রকাশিত : ১০:১৮, ২১ ডিসেম্বর ২০২১
আবু ধাবিতে মুবাদালা বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপ শেষ করে দেশে ফিরে করোনায় আক্রান্ত হয়েছেন স্পেনের তারকা রাফায়েল নাদাল। ফলে নতুন বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
আবু ধাবি থেকে স্পেনে ফেরার পর পিসিআর টেস্টে করোনা রিপোর্টে পজিটিভ হন নাদাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ খবর দেন।
টুইটারে তিনি বলেন, ‘আমি ঘোষণা করছি- আবু ধাবি টুর্নামেন্ট খেলা শেষে স্পেনে আসার পর আমার করোনা পিসিআর পরীক্ষার ফল পজিটিভি আসে। গত শুক্রবার ও শনিবার কুয়েত ও আবু ধাবিতে করা শেষ করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিলো।’
করোনা আক্রান্ত হওয়ায় সময়টা খারাপ গেলেও, দ্রুত সুস্থ হয়ে উঠার আশাবাদ ব্যক্ত করেছেন ২০ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী নাদাল। তারকা জানিয়েছেন, ‘করোনায় আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা প্রীতিকর নয়। তবে ধীরে ধীরে সুস্থ হওয়ার আশা তার।’
দীর্ঘদিন পর কোর্টে ফিরে আবুধাবিতে অ্যান্ডি মারে ও ডেনিস শাপোভালভের বিরুদ্ধে হেরে যান নাদাল।
এএইচ/