ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মেসির জন্য ৭ ফুটবলারকে বিক্রি করবে পিএসজি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ২১ ডিসেম্বর ২০২১

মেসির বেতন দিতে সাত ফুটবলারকে বেচে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসজি। বেতনের খরচ কমাতে ক্লাবটির এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে মিরর।

চলতি মৌসুমের আগে দলবদলের বাজারে হুলুস্থুল ফেলে লিওনেল মেসি, সার্জিও রামোস, জিয়ানলুইজি ডোনারুম্মানদের মতো তারকাদের ভিড়িয়ে ছিলো পিএসজি। 

মূলত মেসিকে ভেড়ানোর পর থেকেই দলটির বেতন বাড়ে বহুগুণ। বছরে মেসিকে দিতে হয় ৪১ মিলিয়ন ইউরোর বেশি বেতন। 

তাই খরচ কমাতে ফরাসি ক্লাবটি কিছু খেলোয়াড়কে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। সেই বিক্রির তালিকায় রয়েছেন- আর্জেন্টাইন স্ট্রাইকার মাওরো ইকার্দি, গোলরক্ষক সার্জিও রিকো, মিডফিল্ডার রাফিনহো, কলিন ডগবা, লেভিন কুরজাওয়া, আব্দু দাইলো ও এরিক জুনিয়র ডিনা এভিমোভে।

মূলত আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে দলে ভেড়ানোর পর থেকেই পিএসজির বেতনের খরচ বেড়ে গেছে বহুগুণ। এখন সেটা সমন্বয় করতেই আগামী জানুয়ারিতে শীতকালীন দলবদলে সাত ফুটবলারকে বিক্রি করবে ফরাসি ক্লাবটি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি