ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ব্যাটিং অনুশীলনে তামিমের স্বস্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ২১ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৫:৩৬, ২১ ডিসেম্বর ২০২১

তামিম ইকবাল খান

তামিম ইকবাল খান

আঙ্গুলের ইনজুরি কাটিয়ে দীর্ঘ বিরতির পর অবশেষে ক্রিকেটে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল খান। ক্রিকেটে ফেরার অংশ হিসেবে সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে নেটে ব্যাটিং অনুশীলন শুরু করেন দেশের অন্যতম জ্যেষ্ঠ এই ক্রিকেটার।

জানা গেছে, আসন্ন জানুয়ারির তৃতীয় সপ্তাহে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি আসর দিয়েই ক্রিকেটে ফিরতে পারেন তামিম।

এদিন নেটে বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে দেখা গেছে তামিমকে। ইনজুরি থেকে সুস্থ হতে দেরি হওয়ায় গত ২২ নভেম্বর ইংল্যান্ডের লিডসে একজন বিশেষজ্ঞের পরামর্শও নেন তামিম। ভাঙা আঙ্গুলে অস্ত্রোপচার করাতে হতে পারে ভেবে ইংল্যান্ডে গিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

কিন্তু বিলেতে করানো স্ক্যান রিপোর্টে দেখা গেছে, তামিমের আঙ্গুলের চিড় প্রায় সেরে গেছে এবং ডাক্তার তাঁকে এক মাসের জন্য পুনর্বাসনে পাঠান। তবে তামিম নির্ধারিত সময়ের আগেই সবুজ সংকেত পেয়ে মাঠে ফেরেন। কারণ তাঁর সুস্থতা প্রত্যাশার চেয়েও দ্রুত ছিল। তবে শুরুতে হালকা ব্যাটিং করতে হবে তাঁকে। ধীরে ধীরে চাপ বাড়াবেন তিনি।

আপাতত শুধু নেটে অফ স্পিনারদের মুখোমুখি হবেন তামিম ইকবাল। এরপর কয়েকদিন পর পেসারদের বিপক্ষে খেলবেন তিনি।

এদিন প্রায় এক ঘণ্টা ব্যাটিং অনুশীলন করে হাসি মুখেই মাঠ ছাড়েন তামিম। যাতে মনে হয়েছে, ব্যাটিং অনুশীলনে বেশ সন্তুষ্ট দেশ সেরা এই ওপেনার।

গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে সর্বশেষ কোন ক্রিকেট খেলেছিলেন তামিম। ওই সফরে টি-টোয়েন্টি সিরিজ ও টেস্ট সিরিজ মিস করেন তিনি। ইনজুরির কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দু’টি টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে যান তামিম। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও নিজেকে সরিয়ে নেন এই ব্যাটিং জিনিয়াস।

এমনকি গত মাসে ঘরের মাঠে হয়ে যাওয়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তাঁর ফেরার কথা থাকলেও নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে আবারও ইনজুরিতে পড়েন তামিম। এর আগে দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে ইনজুরির কারণে এতদিন মাঠের বাইরে থাকতে হয়নি তামিমকে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি