ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারী ক্রিকেটারদের বেতন বাড়ল ৩৩ শতাংশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ২৫ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ধারাবাহিক পারফরম্যান্সের পুরষ্কার পেলেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। বাড়ানো হলো কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক। শীর্ষ গ্রেডে থাকা ক্রিকেটারদের বেতন ৩৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। 

বিসিবির পরিচালনা পর্ষদের সভার পর শুক্রবার সংস্থাটির সভাপতি নাজমুল হাসান পাপন এই তথ্য জানান

সব মিলিয়ে চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারদের ২০ থেকে ৩৩ শতাংশ হারে বেতন বেড়েছে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, ‘পারফরম্যান্সের ভিত্তিতেই পারিশ্রমিক বাড়ানো হয়েছে মেয়েদের। সাধারণত আমরা ১০ থেকে ১৫ শতাংশ বাড়াই। এবার যারা ভালো খেলেছে, বিশেষ করে এ ও বি গ্রেডে বেশি বাড়িয়েছি।’

তিনি আরও বলেন, ‘গত বছর মেয়ে ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়েছিল, ছেলেদের সঙ্গে তুলনা করলে অবশ্যই অনেক কম। তবে সাধারণত যা করে থাকি, তার চেয়ে বেশি করেছিলাম।’

গত বছর বেতন বাড়ানোর পর ‘এ’ গ্রেডের ক্রিকেটারদের বেতন হয়েছিল মাসে ৬০ হাজার টাকা, ‘বি’ গ্রেডের ৪৮ হাজার টাকা, ‘সি’ গ্রেডের ৩৬ হাজার টাকা ও ‘ডি’ গ্রেডের ২৫ হাজার টাকা।

বাংলাদেশের নারী দল সম্প্রতি প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এছাড়া দেশের ক্রিকেটে প্রথম আন্তর্জাতিক ট্রফিও এসেছিল তাদের হাত ধরেই। ২০১৮ এশিয়া কাপে তারা চ্যাম্পিয়ন হয় ভারতকে হারিয়ে।

সবশেষ দক্ষিণ এশিয়ান গেমসেও সোনা জয় করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি