ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

টানা দ্বিতীয় জয়ে সেমির পথে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৮, ২৫ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৮:৩৫, ২৫ ডিসেম্বর ২০২১

একের পর এক উইকেট নেয়ার পর এভাবেই উদযাপনে মাতে টাইগার যুবারা

একের পর এক উইকেট নেয়ার পর এভাবেই উদযাপনে মাতে টাইগার যুবারা

আরব আমিরাতে চলমান এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নেপালের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে কুয়েতকেও বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ২২৭ রানের এই জয়ে সেমিফাইনালও প্রায় নিশ্চিত করে ফেলেছে টাইগার যুবারা। 

শনিবার শারজায় টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ। ওপেনার মাহফিজুল ইসলাম ১১৯ বলের মোকাবেলায় করেন ১১২ রান। হাঁকান ১২টি চার ও ৪টি ছক্কা। মাহফিজুলের শতকের দিনে ঝড়ো ইনিংস খেলেন এস এম মেহরব হোসেন। ২৪ বলের মোকাবেলায় ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪২ রান করেন তিনি।

এছাড়া অন্যদের মধ্যে আরিফুল ইসলাম ২৪ বলে ২৩, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম ১৯ বলে ২৫ ও আইচ মোল্লা ৩৯ বলে ২০ রান করেন। কুয়েতের পক্ষে আব্দুল শফিক তিনটি এবং মোহাম্মদ উমর ও হেনরি থমাস দুটি করে উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে কুয়েতের শুরুটা মোটেও ভালো হয়নি। শ্লথ রানের গতি শুরু থেকেই ভুগিয়েছে দলটিকে। পঞ্চম ওভারে দলীয় ৫ রানে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মুশফিক হাসান। এরপর একে একে উইকেট হারাতে থাকে কুয়েতের যুবারা। টাইগার যুবাদের বলিং তোপে শেষপর্যন্ত ২৫.৩ ওভারেই গুটিয়ে যায় মাত্র ৬৪ রানে।

দলের পক্ষে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন মাত্র দুজন। এক প্রান্ত আগলে রেখে প্রতিরোধ গড়ার আপ্রাণ চেষ্টা করা ওপেনার মিত ভভসার ৭৭ বলে ৪৩ রান করেন। এছাড়া ২৭ বলে ১১ রান করেন মির্জা আহমেদ।

বাংলাদেশের পক্ষে রিপন মণ্ডল শিকার করেন তিনটি উইকেট। এছাড়া এস এম মেহরব হোসেন ও অধিনায়ক রাকিবুল হাসান দুটি করে এবং মুশফিক হাসান ও নাইমুর রহমান নয়ন একটি করে উইকেট শিকার করেন। ম্যাচ সেরা হয়েছেন মাহফিজুল ইসলাম। 

এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। যেখানে টাইগারদের প্রতিপক্ষ নেপাল, শ্রীলঙ্কা ও কুয়েত। আর ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশ দল তাঁদের বাকি ম্যাচটি খেলবে ২৮ ডিসেম্বর, শ্রীলঙ্কার বিপক্ষে। ইতোমধ্যেই টানা দুই ম্যাচ জিতে পুরো ৪ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে রাকিবুল হাসানের দল।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি