ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

ওয়েলিংটন স্মৃতিতে উজ্জীবিত বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১১, ২৫ ডিসেম্বর ২০২১

তাওরাঙ্গা পৌঁছেছে বাংলাদেশ দলের সদস্যরা

তাওরাঙ্গা পৌঁছেছে বাংলাদেশ দলের সদস্যরা

ক্রাইস্টচার্চ ছেড়ে শুক্রবার তাওরাঙ্গায় পৌঁছেছে বাংলাদেশ দল। তাওরাঙ্গার পাশের শহর মাউন্ট মঙ্গানুইতেই স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। আর তাই প্রথম টেস্টে ভালো করতে ২০১৭ সালে ওয়েলিংটনের ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিচ্ছে বাংলাদেশ।

২০১৭ সালের সেই সফরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে রানের বন্যা বইয়ে দেয় টাইগাররা। ৮ উইকেটে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ম্যাচে সাকিব আল হাসান ২১৭ ও অধিনায়ক মুশফিকুর রহিম ১৫৯ রান করেছিলেন।

এরপর নিউজিল্যান্ড ৫৩৯ রানে অলআউট হয়। প্রথম ইনিংসে লিড পেয়েও দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হয় বাংলাদেশ। ১৬০ রানে অলআউট হয় টাইগাররা। এরপর ২১৭ রানের টার্গেট ৩ উইকেট হারিয়ে স্পর্শ করে ফেলে নিউজিল্যান্ড। বাংলাদেশ ম্যাচ হারে ৭ উইকেটে।

ম্যাচ হারলেও, আসন্ন সিরিজে ওয়েলিংটনের সেই ম্যাচ থেকে আত্মবিশ্বাসী হতে চাইছে মোমিনুল হকের দল। তাওরাঙ্গা পৌঁছে শনিবার এক ভিডিও বার্তায় তেমনই ইঙ্গিত দিলেন এবারের সফরের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। 

তিনি বলেন, ‘গতকাল রাতে আমরা ক্রাইস্টচার্চ থেকে তাওরাঙ্গা এসেছি। আজকে আমাদের ডে অফ। কারণ আজকে ক্রিসমাস। এখানে সবার ছুটি। কেউ কাজ করছে না। তাই আমাদের ছেলেদেরও ছুটি। ক্রাইস্টচার্চে আমরা খুব ভালো ট্রেনিং করে এসেছি । গতকাল সকালে জিম সেশন ছিল। আগামী দুই দিন, মানে ২৬ ও ২৭ ডিসেম্বর আমরা ট্রেনিং করব। আশা করি কঠোর ও ভালো ট্রেনিং হবে।’

সুজন আরও বলেন, ‘২৮ ও ২৯ তারিখ আমাদের প্রস্তুতি ম্যাচ আছে। ৩০ তারিখ আবার বিরতি। ৩১ তারিখে অনুশীলনের পর পহেলা জানুয়ারি আমরা প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামব। এখনও পর্যন্ত সবকিছু ভালো চলছে। ছেলেরা ফিট আছে, ভালো আছে। অনুশীলনও ভালো হচ্ছে। আমরা আশা করছি, ভালো ক্রিকেট খেলতে পারবো।’

ওয়েলিংটনের স্মৃতি মনে করে খালেদ মাহমুদ বলেন, ‘এর আগে নিউজিল্যান্ডে আমরা ১০টি (৯টি হবে) টেস্ট খেলেছি, রেকর্ড যেখানে খুব ভালো নয়। ব্যতিক্রম বলা যায় ২০১৬ সালের (২০১৭ সাল হবে) ওয়েলিংটন টেস্ট। ঐ টেস্টে শেষ দিনে চা-বিরতির পর আমরা হেরে যাই। তবে ঐ টেস্ট থেকেই আমরা প্রেরণা নিচ্ছি, ওইবার যদি আমরা ৫৯৫ করতে পারি ৮ উইকেটে, ইনিংস ঘোষণা করেছিলাম, এবার আমরা চাই আরও ভালো কিছু করতে।’

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি