ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবারের বিপিএলে দল পাননি যেসব তারকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ২৭ ডিসেম্বর ২০২১

জুনায়েদ সিদ্দিকী, নাসির হোসাইন ও মোহাম্মদ আশরাফুল

জুনায়েদ সিদ্দিকী, নাসির হোসাইন ও মোহাম্মদ আশরাফুল

Ekushey Television Ltd.

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে দেশের নামী-দামী ও তরুণ অনেক ক্রিকেটার দল পেলেও বঞ্চিত হয়েছেন মোহাম্মদ আশরাফুল, নাসির হোসাইন, জুনায়েদ সিদ্দিকীর মত বেশ কিছু তারকা ক্রিকেটাররা। এছাড়াও এবারের প্লেয়ার্স ড্রাফটে দল পাননি বেশ কয়েকজন স্বনামধন্য খেলোয়াড়।

সোমবার (২৭ ডিসেম্বর) রাজধানীর রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হয় বিপিএলের অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট। যে ড্রাফট থেকে স্কোয়াড সাজিয়েছে নির্ধারিত ছয়টি দল। তবে উপেক্ষিত রয়ে গেছেন বেশ কয়েকজন আলোচিত ক্রিকেটার।

ড্রাফট থেকে অভিজ্ঞ ব্যাটার ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো দল। দল পাননি তারকা নাসির হোসাইন, জুনায়েদ সিদ্দিকীর মত আরও কয়েকজন অভিজ্ঞ পারফর্মার।

এছাড়াও জাতীয় দলের ওপেনার সাইফ হাসানকে এবারে দলে নেয়নি কোনো দল। উপেক্ষিত রয়ে গেছেন টেস্ট দলের নিয়মিত সদস্য আবু জায়েদ চৌধুরী রাহীও। দল পাননি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ। এমনকি আলোচিত লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবও জায়গা পাননি বিপিএলের কোনো দলে।

এছাড়া দল না পাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন- জাকির হাসান, এনামুল হক জুনিয়র, আনিসুল ইসলাম ইমন, শাহাদাত হোসেন রাজিব, তানবীর হায়দার, সোহরাওয়ার্দী শুভর মত ক্রিকেটাররা।

একনজরে বিপিএলে দল না পাওয়া আলোচিত ক্রিকেটাররা- 
তানজিদ হাসান তামিম, আমিনুল ইসলাম বিপ্লব, আবু জায়েদ চৌধুরী রাহী, সাইফ হাসান, জাকির হাসান, নাসির হোসেন, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ আশরাফুল, এনামুল হক জুনিয়র, আনিসুল ইসলাম ইমন, হাসান মুরাদ, শাহাদাত হোসেন দিপু, শাহাদাত হোসেন রাজিব, তানবীর হায়দার, সোহরাওয়ার্দী শুভ।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি