ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মারা গেছেন ম্যারাডোনার ভাই হুগো 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ২৯ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার ভাই হুগো ম্যারাডোনা মারা গেছেন। নাপোলির সাবেক এ ফুটবলার ৫২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইতালিয়ান ক্লাব নাপোলি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

হুগো ১৯৮৭ সালে বড় ভাই ডিয়েগোর পথ ধরে ডাক পান নাপোলিতে। তবে ভাইয়ের মতো কিংবদন্তি হয়ে উঠতে না পারলেও রায়ো ভায়েকানো, র‌্যাপিড ভিয়েনাসহ বিশ্বের বেশকিছু ক্লাবে খেলেছেন তিনি।

গত বছরে ভাই ডিয়েগোকে হারিয়েছিলেন হুগো। সেই শোকের বছর পেরোতে না পেরোতে তিনিও চলে গেলেন। ম্যারাডোনার মৃত্যুর পর থেকে সময় ভালো যাচ্ছিল না হুগোর।

হুগোর পরিবারের প্রতি শোক জানিয়েছে নাপোলি। যদিও তার মৃত্যুর নির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি ক্লাবটি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি