ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯, ৩০ ডিসেম্বর ২০২১ | আপডেট: ০৮:৪০, ৩০ ডিসেম্বর ২০২১

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে শক্তিশালী ভারতের।

বৃহস্পতিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে লড়বে বাংলাদেশ-ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়।  আর প্রথম সেমিফাইনালে দুবাইয়ে লড়বে পাকিস্তান-শ্রীলংকা। 

নতুন বছরের প্রথম দিন দুবাইয়ে হবে ফাইনাল। 

গত আসরে ভারতকে হারিয়ে প্রথমবারের মত যুব বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

বাংলাদেশ দলের অধিনায়ক রাকিবুল বলেন, সম্প্রতি ভারতের মাটিতে ত্রিদেশীয় সিরিজে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তাই ভারতীয় দলকে হারানোয় আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী।

গ্রুপ পর্বে বাংলাদেশ ২২৭ রানে কুয়েতকে এবং ১৫৪ রানে নেপালকে হারায়। আর করোনার কারণে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ম্যাচটি বাতিল হয়।

গ্রুপ পর্বে দুটো বড় জয়ের কারণে রান রেটে অনেকখানি এগিয়ে থাকে বাংলাদেশকে। রান রেটে এগিয়ে থাকার সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের যুবারা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি