ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ফোডেনের গোলে কষ্টের জয় সিটির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫, ৩০ ডিসেম্বর ২০২১

ইংলিশ প্রিমিয়ার লিগে উড়ছে শিরোপা প্রত্যাশী ম্যানচেস্টার সিটি। একের পর এক জয় পেয়ে যাচ্ছে দলটি। তবে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে কষ্ট করে জিততে হয়েছে তাদের। ফিল ফোডেনের গোলে টানা দশম জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওয়লার শিষ্যরা।

বুধবার রাতের ম‍্যাচে ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হারিয়েছে সিটি।

ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে ম্যাচের ১৬ মিনিটে একমাত্র গোলটি করেন ফোডেন। কেভিন ডে ব্রুইনের পাস থেকে জাল খুঁজে নেন তিনি। এই গোলের পর বেশ ভাল লড়াই করে ব্রেনফোর্ড। তবে সিটির রক্ষণদূর্গ ভাঙ্গতে পারেনি তারা। 

৮৭তম মিনিটে এমিরেক লাপোর্তে বল পাঠান জালে। কিন্তু তিনি অফসাইডে থাকায় গোল পায়নি সিটি। ফলে এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। 

এই জয়ে ২০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে সিটিজেনরা। দ্বিতীয় স্থানে থাকা চেলসি সমান ম্যাচে ৪২ পয়েন্ট সংগ্রহ করেছে। আর দুই ম্যাচ কম খেলা ব্রেন্টফোর্ডের সংগ্রহ ২০ পয়েন্ট।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি