ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

‘বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার’ মনোনীত সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ৩০ ডিসেম্বর ২০২১

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

আইসিসির ২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব ছাড়াও এবারের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হওয়ার লড়াইয়ে আছেন আরও তিন ক্রিকেটার।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে আইসিসি জানায়, এ বছর অর্থাৎ ২০২১ সালের সেরা ওয়ানডে ক্রিকেটার অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন ৪ জন ক্রিকেটার। তারা হলেন- বাংলাদেশের সাকিব আল হাসান, পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।

এছাড়া, টেস্টে মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট, ভারতের রবিচন্দ্রন অশ্বিন, শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে ও নিউজিল্যান্ডের কাইল জেমিসন। 

আর টি-টোয়েন্টিতে মনোনয়ন পেয়েছেন- পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, ইংল্যান্ডের জস বাটলার, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা।

এ বছর মোট ১৩টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করবে আইসিসি। তবে এখন পর্যন্ত বর্ষসেরা টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটারের অ্যাওয়ার্ডের জন্য মনোনীত খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

তাহলে আসুন, এক নজরে দেখে নেয়া যাক ক্যাটাগরিগুলোর তালিকা-
স্যার গ্যারি সোবার্স বর্ষসেরা পুরুষ ক্রিকেটার,
র‌্যাচেল হেহো বর্ষসেরা প্রমীলা ক্রিকেটার,
পুরুষ বর্ষসেরা টেস্ট ক্রিকেটার,
পুরুষ বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার,
পুরুষ বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার,
প্রমীলা বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার,
প্রমীলা বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার,
সেরা পুরুষ উদীয়মান ক্রিকেটার,
সেরা প্রমীলা উদীয়মান ক্রিকেটার,
সহযোগী দলের পুরুষ বর্ষসেরা ক্রিকেটার,
সহযোগী দলের প্রমীলা বর্ষসেরা ক্রিকেটার,
স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড ও
আইসিসি বর্ষসেরা আম্পায়ার।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি