ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাসপাতালে শুয়েই দেখলেন ইতিহাস গড়া জয়, উচ্ছ্বসিত সৌরভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৮, ৩০ ডিসেম্বর ২০২১ | আপডেট: ২২:১০, ৩০ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

কোভিডে আক্রান্ত হয়ে ভর্তি হাসপাতালে তিনি। তার ফাঁকেই চোখ রেখেছিলেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টে। সেঞ্চুরিয়নে ভারতের জয়ে রীতিমত উচ্ছ্বসিত সৌরভ গাঙ্গুলী। এখন ভালই আছেন জানিয়ে বোর্ড সভাপতি টুইট করেছেন বৃহস্পতিবার বিকেলেই।

সৌরভ লিখেছেন, ‘দারুণ জয় টিম ইন্ডিয়ার। এই ফলাফলে আমি একেবারেই অবাক হইনি। ভারতকে এই সিরিজে হারানো খুব কঠিন কাজ হতে চলেছে। দক্ষিণ আফ্রিকাকে নিজেদের ক্ষমতার বাইরে গিয়ে খেলতে হবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

বৃহস্পতিবার বোলারদের দাপটে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারিয়েছে ভারত। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে তিন উইকেট শিকার করেন মোহাম্মদ শামি। তবে প্রথম ইনিংসে শতরানের জন্য ম্যাচের সেরা হয়েছেন কেএল রাহুল।

এদিকে, বৃহস্পতিবার শারীরিক অবস্থার আরও খানিকটা উন্নতি হয়েছে সৌরভের। তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পর থেকে আর জ্বর আসেনি বলেও জানা গেছে। তবে এখনই হয়তো হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি। 

সৌরভ গাঙ্গুলী ওমিক্রনে আক্রান্ত কি না, তা জানতে ইতোমধ্যেই জিন পরীক্ষার জন্য তাঁর নমুনা কল্যাণীতে পাঠানো হয়েছে। সূত্রের খবর, শুক্রবার বিকেলে আসবে ওই জিন পরীক্ষার রিপোর্ট। সূত্র- আনন্দবাজার।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি