ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

অনন্য মাইলফলকের সামনে মুশফিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৪, ৩১ ডিসেম্বর ২০২১

মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম

অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম। আর মাত্র ১৪৪টি রান করতে পারলেই প্রেস্টিজিয়াস সেই মাইলফলক স্পর্শ করবেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। দেশের প্রথম ব্যাটার হিসেবে প্রবেশ করবেন টেস্ট ক্রিকেটের ৫ হাজার রানের এলিট ক্লাবে। 

মাউন্ট মঙ্গানুইতে শনিবার থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজে আর মাত্র ১৪৪টি রান করলেই পাঁচ হাজার রান পূর্ণ হবে মুশফিকের। ৭৭ টেস্টে ৭টি সেঞ্চুরি ও ২৪টি হাফ-সেঞ্চুরিতে ৪ হাজার ৮৫৬ রান আছে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত ব্যাটারের নামের পাশে।

নিউজিল্যান্ডের মাটিতে এ পর্যন্ত ৪ টেস্টের ৮ ইনিংসে ২২২ রান করেছেন মুশফিক। যার মধ্যে একটি সেঞ্চুরিও রয়েছে। ২০১৭ সালে ওয়েলিংটন টেস্টে ১৫৯ রান করেছিলেন মুশি।

আর দেশের মাটিতে খেলা চার টেস্ট নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বমোট ৮টি টেস্ট খেলে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৪২৫ রান করেছেন টাইগার এই মিডল অর্ডার ব্যাটার। এখন তাঁর প্রয়োজন আর মাত্র ১৪৪টি রান। পারবেন কি মুশফিক?

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি